দীর্ঘস্থায়ী ব্যাটারির ফোন vivoY29 বাংলাদেশ অফিসিয়াল দাম — ফোন চালাতে গিয়ে লো ব্যাটারি নিয়ে যারা আতঙ্কে আছেন তাদের জন্য ভিভো বাজারে নিয়ে এলো দীর্ঘস্থায়ী ব্যাটারির মোবাইল ফোন vivoY29 । আপনি যদি ব্যাটারির চার্জ শেষ হয়ে যাওয়ার আতঙ্ক থেকে মুক্তি পেতে দীর্ঘস্থায়ী ব্যাটারির মোবাইল ফোন ক্রয়ের জন্য গুগলে সার্চ করে থাকেন তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য সহায়ক হবে।
দীর্ঘস্থায়ী ব্যাটারির ফোন vivoY29 বাংলাদেশ অফিসিয়াল দাম
ভিভো বাজারে নিয়ে এলো দীর্ঘস্থায়ী ৬৫০০mAh ব্লুভোল্ট ব্যাটারির vivo y29 স্মার্ট ফোন 5 বছরের ব্যাটারির গ্যারান্টি সহ। vivo y29 স্মার্ট ফোন বাংলাদেশ অফিসিয়াল দাম ১৯,৯৯৯+(৫% ভ্যাট) ধরা হয়েছে। ফোনটি ৬ জিবি র্যাম + ১২৮ জিবি রম / ৮ জিবি র্যাম + ১২৮ জিবি রম / ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি রম এই তিনটি ভেরিয়ান্টে পাওয়া যাবে।
vivo y29 ফোনটি ২০২৪ সালের ডিসেম্বরে ৫৫০০ এম এ এইচ ব্যাটারি এবং ফাইভ জি চিপসেট সহ ঘোষণা হয়েছিল। কিন্তু বাংলাদেশে এখনো ফাইভ-জি নেটওয়ার্ক না থাকায় দীর্ঘস্থায়ী ব্যাটারিসহ ৪ জি এর নতুন সংস্করণ vivo খুব দ্রুত বাজারে নিয়ে আসছে।
vivo y29 ফোনটি প্রি অর্ডার করতে চাইলে vivo ব্র্যান্ডের যেকোনো শোরুম থেকে বা ভিভো অনুমোদিত যে কোন দোকান কিংবা অনলাইন মার্কেটপ্লেস থেকে এখনই অর্ডার করতে পারেন।
চলুন, অ্যান্ড্রয়েড ভার্সন ১৫ এর vivo y29 ফোনের ফুল স্পেসিফিকেশন জেনে নেই।
vivo y29 ফোনের ফুল স্পেসিফিকেশন
- ৬৫০০mAh ব্লুভোল্ট ব্যাটারি।
- ১২০ হার্জ স্মুথ ডিসপ্লে।
- র্যাম + রম : ৬ + ১২৮ জিবি / ৮ + ১২৮ জিবি / ৮ + ২৫৬জিবি।
- কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮৫.
- ডুয়াল-ভিউ ভিডিও ক্যামেরা।
- অ্যান্টি-ড্রপ আর্মার ডিজাইন।
- ফানটাচ ওএস ১৫ অপারেটিং সিস্টেম।
ব্যাটারি
vivoY29 ফোনটির ৬৫০০mAh ব্লুভোল্ট দীর্ঘস্থায়ী ব্যাটারি রয়েছে, যাতে ৫ বছর মেয়াদী শক্তিশালী সার্ভিস দেওয়ার গ্যারান্টি রয়েছে। লং লাস্টিং ও ফাস্ট চার্জিং এ ব্যাটারীটি বারবার সম্পূর্ণ চার্জের পরেও ৮০% ক্ষমতা এবং নির্ভরযোগ্য দীর্ঘস্থায়ী কর্মক্ষমতা নিশ্চিত করে।
এটিতে রয়েছে ৪৪ ওয়াট ফ্লাসচার্জ সিস্টেম। ফাস্ট চার্জিং এর ব্যাটারিটি হান্ড্রেড পার্সেন্ট চার্জ কমপ্লিট করতে ৯২ মিনিট সময় নেয় এবং ফিফটি পার্সেন্ট চার্জ সম্পন্ন করতে ৪১ মিনিট সময় নেয়।
ডিসপ্লে
vivoY29 ফোনটি ৬.৬৮ ইঞ্চি এবং ১২০ হার্জ স্মুথ ডিসপ্লে রয়েছে। ফোনটির রেজোলিউশন ১৬০৮ × ৭২০, ৮৩% এনটিএসসি কালার গ্যামুট, ২৬৪ পিপিআই পিক্সেল ডেনসিটি রয়েছে। ফোনটি ক্যাপাসিটিভ মাল্টিটাস টাচ স্ক্রিন এবং ফোনটির ডিসপ্লে ব্রাইটনেস ১০০০ নিট (এইচবিএম) মান।
ডিজাইন
Vivo y29 ফোনটি অ্যান্টি-ড্রপ আর্মার ডিজাইনের। ফোনটির ডিমেনশন্স - ১৬৫.৭০ × ৭৬.৩০ × ৮.১৯ মিমি (সাদা) এবং ১৬৫.৭০ × ৭৬.৩০ × ৮.০৯ মিমি (বাদামী)। কালার অনুযায়ী ফোনটির ওজন- ২০৮ গ্রাম সাদা এবং ২০৪ গ্রাম বাদামী/কালো। এছাড়াও ফোনটিতে সাইড-মাউন্টেড ক্যাপাসিটিভ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
ক্যামেরা
vivoY29 ফোনটির পিছনের ক্যামেরা ৫০ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল এবং সামনের ক্যামেরা ৮ মেগাপিক্সেল।রিয়ার ফ্ল্যাশ এবং ডুয়াল ক্যামেরা ভিউ ফ্রন্ট সুবিধা রয়েছে।
কালার
vivoY29 ফোনটি ৬/১২৮, ৮/১২৮, ৮/২৫৬ জিবি ভেরিয়েন্টে নোবল ব্রাউন ও এলিগ্যান্ট হোয়াইট এই দুটি কালারের পাওয়া যাবে।
Vivo y29 ফোনটিতে আরো যা রয়েছে- ২.৪ গিগাহার্টজ / ৫ গিগাহার্টজ ওয়াই-ফাই, ৫.০ ব্লুটুথ, ২.০ ইউএসবি। এছাড়াও জিপিএস এবং ওটিজি সুবিধা রয়েছে তবে ফোনটিতে এনএফসি এবং এফএম নেই। এছাড়াও আরো বিশেষ কিছু সুযোগ সুবিধা Vivo y29 ফোনটিতে রয়েছে।
Vivo y29 মডেলেরফোনটি কিনলেই এর সাথে আপনারা পেয়ে যাচ্ছেন ইউএসবি কেবলস, ফোন চার্জার, ইজেক্ট টুল , পানি কালার একটি ফোনের কাভার এবং ওয়ারেন্টি কার্ড।
0 Comments