unilever ceo - ইউনিলিভার সিইও হাইন শুমাখারকে প্রত্যাহার— যুক্তরাজ্য ভিত্তিক বহুজাতিক সংস্থা ইউনিলিভার এর সিইও ২৫ শে ফেব্রুয়ারি ২০২৫ হাইন শুমাখার (Hein Schumacher) হঠাৎ পদত্যাগ করেছেন। ১লা মার্চ থেকে দায়িত্ব নিবেন নতুন সিইও।
আজকের আর্টিকেলটি unilever ceo - ইউনিলিভার সিইও হাইন শুমাচারকে প্রত্যাহার, ইউনিলিভার নতুন সিইও কে হবে এবং হাইন শুমাখার (Hein Schumacher) সম্পর্কে সাজানো হয়েছে।
unilever ceo - ইউনিলিভার সিইও হাইন শুমাখারকে প্রত্যাহার
আকস্মিক পদক্ষেপে ইউনিলিভার সিইও (প্রধান নির্বাহী) হাইন শুমাখারকে (Hein Schumacher) ২৫ শে ফেব্রুয়ারি ২০২৫ মঙ্গলবার প্রত্যাহার করা হয়। তিনি পদত্যাগ করবেন ১ মার্চ এবং কোম্পানি ছাড়বেন মে মাসে। নতুন সিইও হিসেবে দায়িত্ব নেবেন সিএফও ফার্নান্দো ফার্নান্দেজ (Fernando Fernandez)।
২০২৩ সালের জুলাই মাসে হাইন শুমাখারকে (Hein Schumacher) unilever ceo - ইউনিলিভারের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিযুক্ত করা হয়। হাইন বিশ্বের বৃহত্তম ভোগ্য পণ্য সংস্থার দায়িত্বে থাকাকালীন সময়ে তিনি 190 টি দেশে তার উপস্থিতি ছিল এবং তিনি সেবা প্রদান করতেন প্রতিদিন প্রায় 3.4 বিলিয়ন মানুষকে।
যুক্তরাজ্যভিত্তিক বহুজাতিক সংস্থা ইউনিলিভার এর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে যে, হাইন শুমাখার (Hein Schumacher) এক স্থলাভিষিক্ত হবেন ফার্নান্দো ফার্নান্দেজ (Fernando Fernandez) । ফার্নান্দেজ একজন ইউনিলিভারের চিফ ফিনান্সিয়াল অফিসার। তিনি ১ মার্চ থেকে নতুন সিইওর দায়িত্ব গ্রহণ করবেন।
কোন এক সূত্র থেকে রয়টার্সকে জানানো হয়েছে যে, হাইন শুমাখারকে (Hein Schumacher) প্রত্যাহারের সিদ্ধান্তে ইউনিলিভার বোর্ড এবং বিলিয়নেয়ার কর্মী বিনিয়োগকারী নেলসন পেল্টজ ঐক্যবদ্ধ ছিল।
ইউনিলিভারের চেয়ারম্যান ইয়ান মিকিন্স এক বিবৃতি বলেছেন, বোর্ড মুগ্ধ ফার্নান্দোর ফলাফল ভিত্তিক দৃষ্টিভঙ্গি ও তার কার্যাবলী এবং দ্রুত পরিবর্তন সাধনের সক্ষমতায়।
Hein Schumacher - হাইন শুমাখার এর পরিচয়
Hein Schumacher - হাইন শুমাখার ১৯৭১ সালের জুলাই মাসে নেদারল্যান্ডসের নর্থ ব্রাবান্ট, ব্রেডা জন্মগ্রহণ করেন। তিনি বিবাহিত এবং এই দম্পতির তিনটি সন্তান রয়েছে। শুমাখার আমস্টারডাম বিশ্ববিদ্যালয় থেকে পলিটিক্যাল সাইন্স বিভাগে স্নাতক এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেছেন।
হাইন শুমাখার ২০২৩ সালের জুলাই মাস থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসের ২৫ তারিখ পর্যন্ত Unilever এর সিইও হিসেবে কর্তব্যের সাথে দায়িত্ব পালন করেন।
কর্মজীবন
শুমাখার কর্ম জীবন শুরু করেন, জার্মানি এবং নেদারল্যান্ডে ইউনিলিভার এখন অর্থ ব্যবস্থাপক হিসেবে। তিনি ২০০১ সাল থেকে২০০৩ সাল পর্যন্ত এশিয়া এবং মধ্য আমেরিকার কর্পোরেট কন্ট্রোলার হিসেবে হেইন রয়েল আহোল্ড এনভি অর্থ বিভাগে কাজ করেন।
২০০৩ সাল থেকে২০১৪ সাল পর্যন্ত ক্রাফ্ট হেইঞ্জ ফুডস কোম্পানিতে সিনিয়র ম্যানেজমেন্ট এবং এক্সিকিউটি পদে কাজ করেন। সে সূত্রে তিনি চার বছর চীনে ছিলেন।
২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত প্রধান আর্থিক কর্মকর্তা (সিইও) হিসেবে রয়েল ফ্রিজল্যান্ড ক্যাম্পিনার এর কাজ করেন। ইউনিলিভার সংস্থাটির সিইও হওয়ার পূর্বে 2022 সাল থেকে ২০২৩ সালের জুলাই মাস পর্যন্ত ইউনিলিভারের একজন অনির্বাহী পরিচালক ছিলেন।
হাইন শুমাখার ২০২৩ সালের জুলাই মাসে ইউনিভারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিযুক্ত হন। হাইন শুমাখারের বিশ্বব্যাপী ভোগ্যপণ্য শিল্পের একজন ব্যবসায়ী নেতা প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তার চমৎকার ট্র্যাক রেকর্ড রয়েছে।
২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি ইউনিলিভার বোর্ড কর্তৃক শুমাখারকে প্রত্যাহার করে প্রাক্তন ইউনিলিভারের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা ফার্নান্দো ফার্নান্দেজকে (Fernando Fernandez) নিয়োগ করা হয়।
0 Comments