বাংলাদেশে nothing phone 3a pro দাম কত - নাথিং ব্রান্ডের ৩এ প্রো ফোনটি শীঘ্রই বাংলাদেশে রিলিজ হতে যাচ্ছে। যদিও নাথিং ফোন ৩এ প্রো কবে রিলিজ হবে তা এখনো ঘোষণা হয়নি। আজকের আর্টিকেলে nothing phone 3a pro ফোনটির বাংলাদেশে দাম কত এবং সম্পূর্ণ স্পেসিফিকেশন নিয়ে সাজানো হয়েছে।
বাংলাদেশে nothing phone 3a pro দাম কত
১২০ হার্জ, ৬.৭৭'' ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের nothing phone 3a pro ফোনটির প্রমো মডেল প্রকাশ পেয়েছে তবে এখনো বাজারে আসেনি। কবে আসবে তা এখনো ঘোষণা দেওয়া হয়নি। তাই বাংলাদেশে nothing phone 3a pro ফোনটির দাম কত সে সম্পর্কে জানা যায়নি। তবে রিউমার রয়েছে ২৮ শে ফেব্রুয়ারি ২০২৫ nothing phone 3a pro ফোনটি রিলিজ হতে যাচ্ছে।
নাথিং ফোন ৩এ প্রো ফোনটির ভেরিয়েন্ট র্যাম ১২ জিবি এবং রম ২৫৬ জিবি এবং স্ন্যাপড্রাগন ৭এস জেনারেশন ৩, ৫০ ওয়াট ফাস্ট চার্জিং ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে ফোনটিতে।নাথিং ফোন ৩এ প্রো ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন নিম্নে দেওয়া হল।
nothing phone 3a pro ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন
নাথিং ফোন ৩এ প্রো ফোনটির প্রমো ভিডিওতে উন্নত মানের নতুন ক্যামেরা সিস্টেমের উল্লেখ করা হয়েছে। যা প্রফেশনাল মোবাইল ফটোগ্রাফারদের জন্য সুবিধা জনক হবে। ফোনটির ওজন ২১১ গ্রাম এবং ফোনটির পুরুত্ব ৮.৪ মিমি। নিম্নে ফোনটির স্পেসিফিকেশন —
ডিসপ্লে
নাথিং ফোন ৩এ প্রো ফোনের অ্যামোলেড ডিসপ্লে, ৬.৭৭ ইঞ্চি ডিসপ্লের সাইজ, ১২০ হার্জ, ১বি রঙ, ১০৮০ x ২৪১২ পিক্সেল রেজোলিউশন, ১০+ এইচডিআর, নিট ৩০০০ (পিক) এবং ডিসপ্লে সুরক্ষার জন্য পান্ডা গ্লাস রয়েছে।
ফোনটির বডি ডাইমেনশন ১৬৩.৫ ইনটু ৭৭.৫ ইনটু ৮.৪ মিমি, এবং ওজন ২১১ গ্রাম।
নেটওয়ার্ক
ফোনটির নেটওয়ার্ক জিএসএম / এইচএসপিএ / এলটিই / ৫জি টেকনোলজিতে ব্যবহারযোগ্য।
সিম সিস্টেম : দুটো ন্যানো সিম এবং একটি ই-সিম। তবে একবারে সর্বোচ্চ দুটি সিম ব্যবহার করা যাবে।
মেমোরি : ফোনটির ভেরিয়েন্ট ram ১২জিবি + internal রম ২৫৬ জিবি। ফোনটির কোন মেমোরি কার্ড স্লট নেই।
ফোনটি ডাস্ট টাইট আইপি৬৪ এবং ওয়াটার রেজিস্ট্যান্ট। এছাড়া ফোনটির পিছনে তিনটি এলইডি লাইট স্ট্রিপ রয়েছে। এগুলো ২৬ টি এড্রেসেবল জোন্স, নোটিফিকেশন এবং ক্যামেরা ফিল লাইট এর কাজ করে।
ক্যামেরা
নাথিং ফোন ৩এ প্রো এর প্রমো ভিডিওতে ফোনটির ক্যামেরা নিয়ে বিশেষ উল্লেখ করা হয়েছে। ফোনটির প্রধান ক্যামেরা ট্রিপল-লেন্স রিয়ার ৫০+৫০+৮ মেগাপিক্সেল।
অপটিক্যাল জুম তিনগুণ বৃদ্ধি করার জন্য এবার এটিতে ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ব্যবহার করা হয়েছে। এটি এলইডি ফ্ল্যাশ , প্যানোরামা এবং এইচডিআর বৈশিষ্ট্য যুক্ত।
সামনে অর্থাৎ সিঙ্গেল সেলফি ক্যামেরা ৫০ মেগাপিক্সে। এটিও এইচডিআর বৈশিষ্ট্য যুক্ত।
ব্যাটারি
নাথিং ফোন ৩এ প্রো এর ব্যাটারি ৫০০০ এমএএইচ, ৫০ ওয়াট ফার্স্ট চার্জিং, ৫৬ মিনিটে 100% চার্জ কমপ্লিট এবং ১৯ মিনিটে৫০% পার্সেন্ট চার্জ সম্পন্ন হয়।
এছাড়াও ফোনটিতে যে সকল সুযোগ সুবিধা রয়েছে তা হলো- ব্লাউড স্পিকার সাউন্ড, কমিউনিকেশন্সের জন্য WLAN ওয়াই-ফাই 802.11 a/b/g/n/ac/6, ডুয়াল-ব্যান্ড, ওয়াই-ফাই ডিরেক্ট। 5.4, A2DP, LE ব্লুটুথ, এনএফসি ৩৬০ ডিগ্রি, ইউএসবি সি -২.০, ওটিজি।
আরো রয়েছে সেন্সর ফিঙ্গারপ্রিন্ট, প্রক্সিমিটি, কম্পাস সার্কেল টু সার্চ, অ্যাক্সিলোমিটার ও জাইরো। তবে ফোনটিতে এফএম রেডিও নেই।
পরিশেষে, আপনারা জানতে পারলেন nothing phone 3a pro সম্পর্কে সম্পূর্ণ স্পেসিফিকেশন। তথ্যটি ইন্টারনেটের মোবাইল ফোন ইনফরমেশন থেকে নেওয়া।
0 Comments