আজকে আর্টিকেলের বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্রান্ড ওয়ালটন 32 ইঞ্চি স্মার্ট টিভি দাম কত সে বিষয়ে আলোচনা করা হবে। ডিজিটালের যুগে পুরনো টিভি কে বিদায় জানিয়ে প্রায় সবাই এন্ড্রয়েড স্মার্ট টিভির দিকে আগ্রহ প্রকাশ করছে। বর্তমানে 32 ইঞ্চি স্মার্ট টিভি জনপ্রিয়তার সাড়িতে রয়েছে। আপনি যদি ওয়ালটনের 32 ইঞ্চি স্মার্ট টিভি ক্রয় করতে চান তাহলে আজকে আর্টিকেলটি আপনার জন্য।
আজকে আর্টিকেলটি সাজানো হয়েছে ওয়ালটন 32 ইঞ্চি স্মার্ট টিভি দাম বা ওয়ালটন ৩২ ইঞ্চি স্মার্ট টিভি প্রাইস ইন বাংলাদেশ, ওয়ালটন স্মার্ট টিভির দাম, ওয়ালটন 32 ইঞ্চি স্মার্ট টিভির ফুল স্পেসিফিকেশন এবং স্মার্ট টিভির বৈশিষ্ট্য ।
ওয়ালটন স্মার্ট টিভির দাম
ওয়ালটন স্মার্ট টিভি অত্যাধুনিক এবং সবার জন্য সহজে ব্যবহারযোগ্য। এটিতে ওয়াইফাই কানেক্ট করে খুব সহজেই সারা বিশ্বের বিভিন্ন শো, মুভি এবং ওয়ার্ল্ডের যেকোনো ঘটনা বা নিউজ খুব সহজেই দেখা যায়। তাই মানুষ স্মার্ট টিভিতে বেশি আগ্রহ প্রকাশ করছে এবং এর ব্যবহার বেড়ে গেছে।
ওয়ালটন স্মার্ট টিভি উন্নত মানের এবং দামে কম এছাড়াও বিভিন্ন সময় বিশেষ মূল্য ছাড় এর সুযোগ থাকায় অনেকেই ওয়ালটন স্মার্ট টিভি কেনার আগ্রহ প্রকাশ করে।আপনি যদি ওয়ালটন স্মার্ট টিভি ক্রয়ের জন্য দাম জানতে চান তাহলে আজকে আর্টিকেলটি আপনার জন্য।
স্মার্ট এলইডি টিভির দাম আপনার পছন্দের সাইজ এবং টিভির বৈশিষ্ট্যের উপর নির্ভর করে নির্ধারণ করা হয়। বাংলাদেশে ওয়ালটন স্মার্ট টিভির দাম বৈশিষ্ট্য ও সাইজ অনুযায়ী ২৫,০০০ টাকা থেকে শুরু করে ৯৯,৯০০ টাকা পর্যন্ত হতে পারে।
সারা বছরজুড়ে ওয়ালটন ব্র্যান্ড ওয়ালটন টিভির উপর বিভিন্ন উপলক্ষে ব্যাপক ছাড় দিয়ে থাকেন। আপনি চাইলেই সে সুযোগে ২৫ হাজারের থেকে কম দামেও আপনার পছন্দের টিভি ক্রয় করতে পারেন।
ওয়ালটন 32 ইঞ্চি স্মার্ট টিভি দাম
ওয়ালটন (Walton) বাংলাদেশের অন্যতম ইলেকট্রিক্যাল পণ্য প্রস্তুতকারী জনপ্রিয় একটি ব্র্যান্ড। ওয়ালটনের ইলেকট্রিক্যাল পণ্য স্মার্ট টিভি , ফ্রিজ বিভিন্ন মডেলের ও বিভিন্ন সাইজের এবং বিভিন্ন দামের রয়েছে।
তারমধ্যে ওয়ালটনের ৩২ ইঞ্চি স্মার্ট টিভি বেশ জনপ্রিয়। কারণ ৩২ ইঞ্চি টিভি দেখতে যেমন ছোট নয়, তেমনি অনেক বড় নয়। দাম ও সাইজ দুটি সাধারণ মানুষের চাহিদার মধ্যে রয়েছে।
ওয়ালটনের ৩২ ইঞ্চি স্মার্ট টিভি মডেল ও বৈশিষ্ট্য অনুযায়ী বিভিন্ন দামের রয়েছে।মডেল ও বৈশিষ্ট্য অনুযায়ী ওয়ালটনের ৩২ ইঞ্চি স্মার্ট টিভির দাম ১৯,৯৯০ টাকা থেকে শুরু করে ৩৬,৯০০ টাকা পর্যন্ত রয়েছে।
আজকে আর্টিকেলে থেকে মডেল ও বৈশিষ্ট্য অনুযায়ী ওয়ালটন 32 ইঞ্চি স্মার্ট টিভি দাম সহ ওয়ালটন স্মার্ট টিভির ফুল স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নিন।
ওয়ালটন 32 ইঞ্চি স্মার্ট টিভির ফুল স্পেসিফিকেশন
ওয়ালটন 32 ইঞ্চি স্মার্ট টিভি দাম ও ওয়ালটন 32 ইঞ্চি স্মার্ট টিভির ফুল স্পেসিফিকেশন টিভির মডেল ও বৈশিষ্ট্য অনুযায়ী দেওয়া হয়েছে।
ডাব্লিউ৩২ডি২১০এ১১জিটি মডেলের ওয়ালটন 32 ইঞ্চি স্মার্ট টিভি দাম ২৪,৯৯০ টাকা। এটি অ্যান্ড্রয়েড ১১ ভার্সনের ফ্রেমলেস টিভি। এই স্মার্ট টিভিতে র্যাম ১ জিবি, রম ৮ জিবি এবং সাধারণ কন্ট্রাস্ট রেশিও ৩০০০:১ রয়েছে।
ডাব্লিউ৩২সি৭এইচজি মডেলের ওয়ালটন 32 ইঞ্চি স্মার্ট টিভি দাম ২৭,৯৯০ টাকা। এটি গুগল অপারেটিং সিস্টেম টিভি। এই স্মার্ট টিভিটিতে 1.5 জিবি র্যাম, 8 জিবি রম রয়েছে। টিভির স্কিন সাইজ ৮১৩ মিমি , রেজুলেশন ১৩৬৬ ইনটু ৭৬৮ HD.
ডাব্লিউ৩২ডি১২০এনএফ মডেলের ওয়ালটন 32 ইঞ্চি স্মার্ট এলইডি টিভির দাম ২৯,৯০০ টাকা। এ মডেলের টিভির স্কিন সাইজ ৮১৩ মিমি , রেজুলেশন ১৩৬৬ ইনটু ৭৬৮, এইচ ১৭৮০/ ভি ১৭৮০ ভিউইং অ্যাঙ্গেল, ১৬:৯ অ্যাস্পেক্ট রেশিও রয়েছে।
ডাব্লিউ৩২ডি১২০ডাব্লিউ মডেলের ওয়ালটন 32 ইঞ্চি ওয়েব অপারেটিং সিস্টেম টিভি, দাম ২৯,৯০০ টাকা। এইচডি ডিসপ্লে, স্কিন সাইজ ৮১৩ মিমি, অ্যাস্পেক্ট রেশিও ১৬:৯, রেজোলিউশন ১৩৬৬ ইনটু ৭৬৮ এবং ভিউইং অ্যাঙ্গেল এইচ ১৭৮০/ ভি ১৭৮০ রয়েছে।
ডাব্লিউডি-ইএফ৩২জি মডেলের ওয়ালটন 32 ইঞ্চি অ্যান্ড্রয়েড এইচডি টিভি, দাম ৩১,৫০০ টাকা। অ্যান্ড্রয়েড 9.0 ভার্সনের স্মার্ট টিভি ডিসপ্লে স্কিন সাইজ ৮১৩ মিমি। এছাড়াও স্মার্ট টিভিটিতে রয়েছে এইচ ১৭৮০/ ভি ১৭৮০ ভিউইং অ্যাঙ্গেল, অ্যাস্পেক্ট রেশিও ১৬:৯, (সাধারণ) ৪০০০:১ কনট্রাস্ট এবং ১৩৬৬ ইনটু ৭৬৮ রেজোলিউশন।
ডাব্লিউ৩২ডি১২০এইচজি2 মডেলের এইচডি অ্যান্ড্রয়েড ওয়ালটন 32 ইঞ্চি টিভি দাম ৩১,৯০০ টাকা। অ্যান্ড্রয়েড 9.0 ভার্সনের স্মার্ট টিভিটির স্কিন সাইজ ৮১৩ মিমি। এই মডেলের টিভিতে তো আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাস্পেক্ট রেশিও ১৬:৯, রেজোলিউশন ১৩৬৬ ইনটু ৭৬৮ এবং এইচ ১৭৮০/ ভি ১৭৮০ ভিউইং অ্যাঙ্গেল।
ডাব্লিউডি-ইএফ৩২ইজি এই মডেলটিও অ্যান্ড্রয়েড 9.0 ভার্সনের এইচডি অ্যান্ড্রয়েড ওয়ালটন 32 ইঞ্চি টিভি। এটির দাম ৩১,৯০০ টাকা। এই টিভিটিতেও আপনারা পাচ্ছেন রেজোলিউশন ১৩৬৬ ইনটু ৭৬৮, ভিউইং অ্যাঙ্গেল এইচ ১৭৮০/ ভি ১৭৮০ অ্যাস্পেক্ট রেশিও ১৬:৯, (সাধারণ) ৪০০০:১ কনট্রাস্ট এবং ৮১৩ মিমি স্কিন সাইজ।
ওয়ালটন 32 ইঞ্চি টিভি ডাব্লিউ৩২ডি১২০ই১১জি এই মডেলটি PAL, NTSC ও SECAM সিস্টেমের অ্যান্ড্রয়েড ১১.০ ভার্সনের স্মার্ট টিভি। এই টিভিটিতে রয়েছে ৫০MHz-৮৬২MHz রিসিভিং রেঞ্জ এবং ৯৯ টি চ্যানেল। এই মডেলেটির দাম ধরা হয়েছে ২৮,৯০০ টাকা।
ডাব্লিউ৩২ডি১২০ই১১জি১ ওয়ালটন 32 ইঞ্চি অ্যান্ড্রয়েড ১১.০ ভার্সনের স্মার্ট টিভি দাম ২৭,৯০০ টাকা। এটি একটি PAL, NTSC ও SECAM সিস্টেমের স্মার্ট টিভি, এতে চ্যানেল রয়েছে 99 টি এবং রিসিভিং রেঞ্জ ৫০MHz-৮৬২MHz হার্জ।
ডাব্লিউ৩২ডি১২০ই১১জি২ এই মডেলের অ্যান্ড্রয়েড 9.0 ভার্সনের ওয়ালটন 32 ইঞ্চি স্মার্ট টিভি। এটির দাম ৩৬,৯০০ টাকা। এটি PAL, NTSC ও SECAM সিস্টেমের একটি টিভি। এতে চ্যানেল রয়েছে ৯৯টি এবং এই টিভিটির ৫০MHz-৮৬২MHz রিসিভিং রেঞ্জ সুবিধা রয়েছে।
ওয়ালটন 32 ইঞ্চি ডাব্লিউডি-ইএফ৩২এইচজি১ মডেলের অ্যান্ড্রয়েড 9.0 ভার্সনের এইচডি টিভি, দাম ২৭,৯০০ টাকা। স্কিন সাইজ ৮১৩ মিমি। অটো অ্যাস্পেক্ট রেশিও ৪,৩, ১৪:৯ এবং ১৬:৯। এছাড়াও রেজোলিউশন ১৩৬৬ ইনটু ৭৬৮, কনট্রাস্ট রেশিও ৪০০০:১ (সাধারণ) এবং এইচ ১৭৮০/ ভি ১৭৮০ ভিউইং অ্যাঙ্গেল।
ওয়ালটন ডাব্লিউ৩২এস৩আরইজি মডেল গুগল অপারেটিং সিস্টেম ৩২ ইঞ্চি স্মার্ট টিভি, দাম ২৯,৯৯০ টাকা। এটির ডিসপ্লে আইপিএস/ভিএ, ১৩৬৬ ইনটু ৭৬৮ (HD রেডি) রেজোলিউশন এবং ৮১৩ মিমি স্কিন।এছাড়াও টিভিটিতে 1.5 জিবি র্যাম, 8 জিবি রম Dolby অডিও সাউন্ড সিস্টেম রয়েছে।
ডাব্লিউ৩২ডি৪১০সিএস মডেলের ওয়ালটন 32 ইঞ্চি স্মার্ট টিভির দাম ১৯,৯৯০ টাকা। এটি কুকালাইট অপারেটিং সিস্টেম , স্কিন ৮১৩ মিমি সাইজ এবং রেজোলিউশন ১৩৬৬ ইনটু ৭৬৮ পিক্সেল।
স্মার্ট টিভির বৈশিষ্ট্য
স্মার্ট টিভির বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে। এটি অনেকটা এন্ড্রয়েড মোবাইল ফোনের মত হলেও এর স্কিন সাইজ বড় হওয়ায় একটি চালাতে আনন্দ বেশি পায়।
স্মার্ট টিভির মাধ্যমে খুব সহজেই ওয়েব ব্রাউজিং করা যায়। ইন্টারনেট এক্সেস কানেক্ট করে এটির দ্বারা ব্রাউজিং করে ওয়েবসাইটের বিভিন্ন সাইট, ফটো স্লাইড শো এবং ভিডিও খুব সহজেই দেখা যায়।
এছাড়াও স্মার্ট টিভিতে ইউটিউব, সোশ্যাল মিডিয়া, ভিডিও গেম, ভিডিও দেখা, ফটো স্লাইড শো তৈরি করা এবং অ্যাপ ব্যবহার এ সকল বৈশিষ্ট্য গুলো রয়েছে।
সুতরাং ওয়ালটন ৩২ ইঞ্চি স্মার্ট টিভি ক্রয়ের জন্য যারা দাম জানতে চাইছিলেন তারা ইতোমধ্যে আজকে আর্টিকেল থেকে ওয়ালটন 32 ইঞ্চি স্মার্ট টিভি দাম, ওয়ালটন ৩২ ইঞ্চি স্মার্ট টিভি প্রাইস ইন বাংলাদেশ, ওয়ালটন স্মার্ট টিভির দাম, ওয়ালটন 32 ইঞ্চি স্মার্ট টিভির ফুল স্পেসিফিকেশন এবং স্মার্ট টিভির বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পেরেছেন। আশা করি এ আর্টিকেলটি আপনার জন্য সহায়ক হবে।
0 Comments