Redmi K80 Pro Price in Bangladesh – শাওমি রেডমি কে৮০ প্রো এর দাম

বর্তমানে  Redmi K80 Pro Price in Bangladesh – শাওমি রেডমি কে৮০ প্রো এর দাম বাংলাদেশ টাকার কত টাকা সে বিষয়ে আজকের আর্টিকেলে আলোচনা করা হবে।এছাড়াও রেডমি কে৮০ প্রো মডেলের ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে আলোচনা করা হবে। আশা করি আপনি যদি রেডমি কে৮০ প্রো ক্রয় করার জন্য গুগলে সার্চ করে থাকেন তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য অনেক সহায়ক হবে। 


আজকের আর্টিকেলটি Redmi K80 Pro Price in Bangladesh – শাওমি রেডমি কে৮০ প্রো এর দাম বাংলাদেশে অফিসিয়াল ও আন অফিসিয়াল কত টাকা রেডমি কে৮০ প্রো ফোনের ফুল স্পেসিফিকেশন  তথ্য নিয়ে সাজানো হয়েছে।



শাওমি রেডমি কে৮০ প্রো এর দাম




Redmi K80 Pro Price in Bangladesh – শাওমি রেডমি কে৮০ প্রো এর দাম

শাওমি ব্র্যান্ডের স্মার্টফোনের মডেল Redmi K80 Pro বাংলাদেশের অফিসিয়াল মূল্য ৬৫,০০০ টাকা। এই ফোনের আনঅফিসিয়াল মূল্য ৫৯,৯০০ টাকা। এই মোবাইলটির কালার রয়েছে ৫ টি। রেডমি কে৮০ প্রো স্মার্ট ফোনে রয়েছে ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ।  


এছাড়াও রেডমি কে৮০ প্রো ফোনটির ত্রিপল মেইন ক্যামেরা ৫০+৫০+৩২ মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা ২০ মেগাপিক্সেল।১৪৪০x৩২০০ পিক্সেল ৬.৬৭'' ডিসপ্লে রয়েছে। বর্তমানে ফোনটি মার্কেটে অ্যাভেইলেবল রয়েছে। 


তবে স্থান এবং সময়বেঁধে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের দাম হতে পারে চলুন আমরা শাওমি রেডমি কে৮০ প্রো স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জেনে নেই। 



রেডমি কে৮০ প্রো ফোনের ফুল স্পেসিফিকেশন 

শাওমি ব্র্যান্ডের রেডমি কে৮০ প্রো মডেলের স্মার্টফোনটি বাজারে এসেছে ২০২৪ সালের ২৭ শে নভেম্বর এবং সর্বশেষ আপডেট হয়েছে ২০২৪ সালের ৪ ডিসেম্বর। ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ৬৫,০০০ টাকা। রেডমি কে৮০ প্রো ফোনটি বর্তমানে বাজারে সচল রয়েছে। 


ফোনটির ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ওএলইডি , স্কিনের সাইজ ৬.৬৭ ইঞ্চি, রেজুলেশন ১৪৪০ ইন্টু ৩২০০ পিক্সেল এবং ১২০ হার্জ রিফ্রেশ রেট। এছাড়াও ডিসপ্লেতে আরো রয়েছে ৮৯.৩% স্ক্রিন টু বডি রেশিও , আসপেক্ট রেশিও ২০:৯, লংজিং গ্লাস ২ স্ক্রিন প্রটেকশন, মাল্টি-টাচ টাচস্ক্রিন এবং ৩২০০ নিট ব্রাইটনেস।


ট্রিপল সেটআপ প্রাইমারি ক্যামেরা রেজুলেশন ৫০ মেগাপিক্সেল এফ/১.৬, ওয়াইড অ্যাঙ্গেল, প্রাইমারি ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল , এফ/২.০, টেলিফটো ক্যামেরা, ৩২ মেগাপিক্সেল , এফ/২.২, আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। এছাড়াও ক্যামেরায় রয়েছে অটোফোকাস, ওআইএস এবং ফ্ল্যাশ এলইডি ফ্ল্যাশ সিস্টেম।


 অটো ফ্ল্যাশ, কাস্টম ওয়াটারমার্ক, ফেস ডিটেকশন, টাচ টু ফোকাস বৈশিষ্ট্য যুক্ত ক্যামেরা। ৮১৫০ ইন্টু ৬১৫০ পিক্সেল ছবির রেজোলিউশন , ২.৫ ইন্টু অপটিক্যাল জুম, সেটিংস এক্সপোজার ক্ষতিপূরণ, আইএসও দ্বারা নিয়ন্ত্রিত। এছাড়া ওই ফোনটির ক্যামেরা দ্বারা হাই ডায়নামিক রেঞ্জ মোডের ক্রমাগত শুটিং পরিচালনা করা যাবে এবং হাই কোয়ালিটি ভিডিও রেকর্ডিং করা যাবে।


সিঙ্গেল সেটাপের ফ্রন্ট ক্যামেরা। রেজুলেশন ২০ মেগাপিক্সেল,এমপি, ওয়াইড অ্যাঙ্গেল, প্রাইমারি ক্যামেরা।


ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে লিথিয়াম পলিমার ৬০০০ এমএইচ এবং অত্যন্ত দ্রুত চার্জ হয় ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং এবং কুইক চার্জিং ১২০ ওয়াট ওয়্যার্ড সুপার চার্জার সিস্টেম ব্যবহার করা হয়েছে। এছাড়া অপারেটিং সিস্টেম হিসেবে android ভার্সন ১৫ এবং realme ui ভার্সন ২ ব্যবহার করা হয়েছে। 


শাওমি রেডমি কে৮০ প্রো স্মার্টফোনটিতে ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ রয়েছে। 2G- 5G নেটওয়ার্কিং সিস্টেম। ন্যানো সিম কার্ডের ব্যবহার। ফিঙ্গারপ্রিন্ট এবং স্কিন ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। পানি ও ধুলা প্রতিরোধী আইপি৬৮ সুবিধা রয়েছে।



রেডমি কে৮০ প্রো স্মার্টফোন কোন দেশের তৈরি

রেডমি কে৮০ প্রো স্মার্টফোন শাওমি ব্রান্ড তৈরি করেছে এবং রেডমি কে৮০ প্রো স্মার্টফোন দেশ হিসেবে চীন দেশ তৈরি হয়েছে।



সুতরাং আপনি যদি 5G স্মার্টফোন কিনতে চান তাহলে শাওমি ব্র্যান্ডের রেডমি কে৮০ প্রো আপনার পছন্দের তারিখ রাখতে পারেন। কারণ এ ফোনটিতে ৬০০০এমএএইচ ব্যাটারি থাকায় আপনি চার্জে বড় একটি ব্যাকআপ পেয়ে যাবেন। এছাড়াও ফোনটির র‍্যাম, রম , ক্যামেরা এবং ভিডিও রেকর্ডিং সব দিক থেকেই ফোনটি প্রথম সারিতে রয়েছে।


আজকে আর্টিকেল থেকে Redmi K80 Pro Price in Bangladesh – শাওমি রেডমি কে৮০ প্রো এর দাম বাংলাদেশে অফিসিয়াল ও আন অফিসিয়াল কত টাকা রেডমি কে৮০ প্রো ফোনের ফুল স্পেসিফিকেশন জানতে পেরেছেন। আপনি যদি 5G স্মার্টফোন শুটিংয়ের জন্য কিনতে চান তাহলে রেডমি কে৮০ প্রো আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন।

Post a Comment

0 Comments