বাংলাদেশে Realme C63 - 8/128 অফিসিয়াল দাম কত

বর্তমানে বাংলাদেশে Realme C63 - 8/128 অফিসিয়াল দাম কত টাকা তা আমাদের আজকের এই আর্টিকেলে আলোচনা করা হবে। এছাড়াও এই ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে আলোচনা করা হবে তাই আশা করি আপনি যদি realme c63 ক্রয় করতে চান তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য অনেক সহায়ক হবে। 

বাংলাদেশে Realme C63 - 8128 অফিসিয়াল দাম কত



Realme C63 দাম কত বাংলাদেশে

realme c63 এর অফিসিয়াল দাম ১৫,৯৯৯ টাকা এবং এই ফোনে ব্যবহার করা হয়েছে ৬ জিবি ram এবং ১২৮ জিবি রম  8 জিবি র‍্যাম এবং ১২৮ জিবি রমের বর্তমান দাম ১৯,২৯৯ টাকা। 

বর্তমানে realme c63 ফোন ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি রেম রম ফোনটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এবং মার্কেটে এভেলেবেল পাওয়া যাচ্ছে এবং এই ফোনটি আপনি যদি অফিশিয়াল ভাবে ইন্টারন্যাশনাল ওয়েবসাইট থেকে কিনতে চান তাহলে ১৭৯৯ টাকা দাম পরে। 

কিন্তু স্থান এবং সময়বেঁধে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের দাম হতে পারে চলুন আমরা রিয়েল মি সিক্স এরিফোর্ডের স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জেনে নেই। 

রিয়েলমি সি৬৩ ফোনের ফুল স্পেসিফিকেশন

এই ফোনটি রিলিজ ডেট ৩০মে ২০১৪ এবং বাজারে আসে জুনের পাঁচ তারিখ ২০২৪।  এই ফোন ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ৬.৭৫ ইঞ্চি আইপিএস এলসিডি এবং রেজুলেশন হিসেবে ৭২০ ইনটু ১৬০০ পিক জেল এবং ৯০ hz 


প্রসেসর হিসেবে ইউনিসেফ টাইগার টি সিক্স ওয়ান টু জিপিইউ রেম মেইল g57 mp4 রেজুলেশন ব্যবহার করা হয়েছে এই ফোনের ram 4gb 6gb এবং ৮ জিবি হিসেবে পাওয়া যাচ্ছে এবং অ্যাস্ট্রোলোজি হিসেবে 64gb 128gb এবং সর্বোচ্চ ২৫৬ জিবি মাইক্রো এস জি বা মেমোরি কার্ড সাপোর্টেড। 


এই ফোনের পিছনের ব্যাক ক্যামেরা ব্যবহার করা হয়েছে ৫০ মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে আট মেগাপিক্সেল। 


ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে পাঁচ হাজার এমএইচ এবং অত্যন্ত দ্রুত চার্জ হয় ৪৫ ওয়াট ভার্ট চার্জিং সুপার চার্জার সিস্টেম ব্যবহার করা হয়েছে এছাড়া অপারেটিং সিস্টেম হিসেবে android version 14 এবং realme ui ভার্সন 5 ব্যবহার করা হয়েছে। 


আলাদা হিসেবে এই ফোনের ডিসপ্লে ফুল আইপিএস এলসিডি ডিসপ্লে ৬.৬৭৫ ইঞ্চি এবং নাব্বৈ হার্ডস রিফ্রেশ রেট ৭২০ পিক্সেল ইন্টু ১৬০০ পিক্সেল রেজুলেশন ফুল এইচডি এবং প্যানেল সহ ৪K  ভিডিও সাপোর্টেড। 


আমরা জানি প্রতিটা ফোনের প্রসেসর হচ্ছে মেইন বিষয় এর প্রসেসর হিসেব ব্যবহার করা হয়েছে ইউনিস অফ ট্রিগার টি সিক্স ওয়ান টু চিপসেট যা অক্টোবর প্রসেসর এবং arm male 57 mb4 জিপিও ব্যবহার করা হয়েছে। 

বাংলাদেশে Realme C63 - 8/128 অফিসিয়াল দাম কত

 এই ফটোটিতে এআই ক্যামেরা ব্যবহার করা হয়েছে পোর্ট্রেট মোড এবং নাইট মোড দুইটি অপশন রয়েছে প্যারা নম্বর মোট ব্যবহার করা হয়েছে এ ছাড়াও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। মিট বাজেটে যারা ফোন ব্যবহার করতে চান তারা অবশ্যই এই ফোনটি ব্যবহার করতে পারেন কারণ এই ফোনটির পারফরমেন্স অত্যন্ত ভালো। 


বাংলাদেশের realme c63 8gb 128gb অফিশিয়াল দাম নির্ধারণ করা হয়েছে ১৭৯৯৯ টাকা। 


এই ফোনের ব্যাটারি ব্যবহার করা হয়েছে পাঁচ হাজার এম এস ব্যাটারী এবং ধারন ক্ষমতা অত্যন্ত বেশি এবং দীর্ঘ সময় চার্জ লাস্টিং করে এবং পূর্ণ চার্জে ১ থেকে ৩ দিন ব্যবহার করা যায় এছাড়াও মিট ইউজারদের জন্য দুই দিন সম্পূর্ণ ব্যবহার করা যাবে realme c633 ওয়াড ফাস্ট চার্জিং সিস্টেম ব্যবহার করা হয়েছে।



আর্টিকেলে realme c63 ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং দাম সম্পর্কে আলোচনা করা হয়েছে তাই আপনি যদি mid  ইউজার হন তাহলে অবশ্যই এই ফোনটি আপনার জন্য উপযুক্ত।

Post a Comment

0 Comments