আধুনিক অলিম্পিক গেমসের জনক কে এবং আধুনিক অলিম্পিক গেমস সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়ে আজকে আর্টিকেলটি সাজানো হয়েছে। অলিম্পিক গেমস হল বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান। অলিম্পিকের জন্ম ৭৭৬ খ্রিস্টপূর্বাব্দে হলেও দীর্ঘ কয়েক বছর এটি বন্ধ ছিল। পুনরায় ১৮৯৬ খ্রিস্টাব্দে আধুনিক অলিম্পিক গেমসের জন্ম হয়। আধুনিক অলিম্পিক গেমসের জনক কে এবং কেন তাকে আধুনিক অলিম্পিক গেমসের জন্য বলা হয় আজকে আর্টিকেল থেকে এ সকল তথ্য জানতে পারবেন।
আজকে আর্টিকেলটি আধুনিক অলিম্পিক গেমসের জনক কে, আধুনিক অলিম্পিক গেমসের ইতিহাস, আধুনিক অলিম্পিক গেমস শুরু হয় কত সালে, প্রথম আধুনিক অলিম্পিক গেমস, শীতকালীন অলিম্পিক গেমস কি, অলিম্পিক প্রতীক ডিজাইন করেন কে, এ বিষয়ে সকল তথ্য নিয়ে সাজানো হয়েছে।
আধুনিক অলিম্পিক গেমসের জনক কে
আধুনিক অলিম্পিক গেমসের (Olympic Games) জনক ইতিহাসে সেরা ক্রীড়া ব্যক্তিত্ব ব্যারন পিয়েরে ডি কবার্টিন (Baron Pierre de Coubertin)। মূলত আধুনিক অলিম্পিক গেমসের ধারণা জন্মে খ্রীষ্টপূর্ব অষ্টম শতাব্দিতে প্রাচীন গ্রীসের অলিম্পিয়া থেকে শুরু হওয়া প্রাচীন অলিম্পিক গেমস থেকে। আধুনিক অলিম্পিকের প্রথম আসর বসে ১৮৯৬ সালে গ্রিসের এথেন্সে।
১৮৯৪ সালে ব্যারন পিয়েরে ডি কবার্টিন সর্বপ্রথম International Olympic Committee (IOC) গঠন করেন এ কারণে ব্যারন পিয়ের ডি কবার্টিনকে অলিম্পিকের জনক বলা হয়। পিয়েরে ডি কবার্টিন ১৮৯৬ থেকে ১৯২৫ সাল পর্যন্ত আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ছিলেন International Olympic Committee (IOC) -এর অন্যতম চালিকা শক্তি। এই সময়ের মধ্যে তিনি অলিম্পিক দর্শনকে এমন একটা অবস্থানে পৌঁছে দিয়েছিলেন- যার ফলে তার অনুপস্থিতিতেও কখনো রথের গতি থমকে পড়েনি।
আধুনিক অলিম্পিক গেমসের জনক ব্যারন পিয়েরে ডি কবার্টিন (Baron Pierre de Coubertin) বিশ্ব রাজনীতিতে সুইজারল্যান্ডের নিরপেক্ষ ভূমিকার জন্য আইওসির (IOC) সদর দপ্তর এবং আর্কাইভ ফ্রান্স থেকে স্থান পরিবর্তন করে ১৯১৫ সালে সুইজারল্যান্ডের লুসানিতে নিয়ে আসেন।
আধুনিক অলিম্পিক গেমসের ইতিহাস
আধুনিক অলিম্পিক গেমস বলতে আধুনিক যুগে অলিম্পিক গেমস অর্থাৎ ১৭শ শতাব্দীর দিকে শুরু হওয়া আধুনিক ক্রীড়া প্রতিযোগিতাকেই বুঝানো হয়ে থাকে। অলিম্পিকের জন্ম ৭৭৬ খ্রিস্টপূর্বাব্দে। প্রাচীন অলিম্পিক গেমসের ধারণা থেকেই মূলত আধুনিক অলিম্পিক গেমসের জন্ম।
এই ধরনের আধুনিক ক্রীড়া প্রতিযোগিতা মূলক প্রথম অনুষ্ঠান ছিল ইংল্যান্ডে শুরু হওয়া কোটসউল্ড গেমস বা কোটসউল্ড অলিম্পিক গেমস। ১৬১২ থেকে ১৬৪২ সালের মধ্যে এই কোটসউল্ড গেমসের প্রধান আয়োজক ছিলেন ব্রিটিশ আইনজীবী রবার্ট ডোভার।
ফ্রান্সে ১৭৯৬ থেকে ১৭৯৮ সালের মধ্যে অনুষ্ঠিত এল অলিম্পিয়েড ডি লা রিপাবলিক গেমসও প্রাচীন অলিম্পিক গেমসের ঐতিহ্য বহন করে। প্রাচীন গ্রিক অলিম্পিক গেমসে অনুষ্ঠিত কিছু ক্রীড়া প্রতিযোগিতা এই অলিম্পিকেও অনুষ্ঠিত হয়েছিল। ১৭৯৬ সালে অনুষ্ঠিত এই এল অলিম্পিয়েড ডি লা রিপাবলিক গেমসে সর্বপ্রথম ম্যাট্রিক পদ্ধতির পরিমাপ অনুসরণ করা হয়েহিল।
ইংল্যান্ডের শ্রপশায়ারের মাক ওয়েনলকে আধুনিক যুগের মত করে ডঃ উইলিয়াম পেনি ব্রুকস ১৮৫০ সালের দিকে অলিম্পিক গেমসের প্রচলন শুরু করেন। ডঃ ব্রুকস এই গেমের নাম দেন ওয়েনলক অলিম্পিয়ান গেমস। ডঃ ব্রুকস এই গেমের জন্য ১৮৬০ সালের ১৫ নভেম্বর ওয়েনলক অলিম্পিয়ান সোসাইটির প্রতিষ্ঠা করেন। এই ক্রিড়াযজ্ঞটিই ধারাবাহিকভাবে আজ পর্যন্ত চলে আসছে।
ইংল্যান্ডের লিভারপুলে জন হুলি এবং চার্লস মিলির তত্বাবধানে ১৮৬২ থেকে ১৮৬৭ সাল পর্যন্ত বার্ষিক অলিম্পিক উৎসব অনুষ্ঠিত হয়। এই ক্রীড়ার আসরটি আন্তর্জাতিক হলেও পেশাদারিত্বের মান ছিল অনেক নিচে। এই আসরে শুধুমাত্র ভদ্র সমাজের শৌখিন এবং অপেশাদার খেলোয়াড়রাই অংশগ্রহণ করতে পেরেছিলেন।১৮৯৬ সালের গ্রীসে অনুষ্ঠিত আধুনিক অলিম্পিক ছিল ইংল্যান্ডের লিভারপুলে অনুষ্ঠিত অলিম্পিকের মত প্রায় অনুরূপ ছিল।
১৬৬৫ সালে জন হুলি এবং ডঃ ব্রুকস ন্যাশনাল অলিম্পিক অ্যাসোসিয়েশন গঠন করেন যা পরবর্তীতে ব্রিটিশ অলিম্পিক অ্যাসোসিয়েশন গঠনের পথ প্রদর্শকের কাজ করে। শুধু তাই নয় এই সংস্থার সংবিধানের বিভিন্ন পরিচ্ছেদের ভিত্তিতেই অলিম্পিক সনদ লেখা হয়। ১৮৬৬ সালে গ্রেট ব্রিটেনে লন্ডনের ক্রিস্টাল প্যালেসে একটি জাতীয় অলিম্পিক গেমসের আয়োজন করা হয়।
আধুনিক অলিম্পিক গেমসের জনক পিয়েরে ডি কবার্টিন ১৮৯৬ থেকে ১৯২৫ সাল পর্যন্ত আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি -ওআইসির (International Olympic Committee -IOC) তত্ত্বাবধানে আয়োজিত আধুনিক অলিম্পিক গেমসের পর্যায়ক্রমে ইভেন্টের নাম পরিবর্তিত হয়ে (যেমন- ১৯০৬ সালের অধিবর্ষ বা Intercalated অলিম্পিক গেমস, গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস, যুব অলিম্পিক গেমস এবং প্রতিবন্ধীদের জন্য প্যারা অলিম্পিক গেমসের মত) আধুনিক অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়।
আধুনিক অলিম্পিক গেমস ১৮৯৬ সালের আসর
১৮৯৬ সালের গ্রীসে অনুষ্ঠিত আধুনিক অলিম্পিক ছিল ইংল্যান্ডের লিভারপুলে অনুষ্ঠিত অলিম্পিকের মত প্রায় অনুরূপ ছিল। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির তত্ত্বাবধানে প্রথম অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় ১৮৯৬ সালে এথেন্সের প্যানাথেনেইক স্টেডিয়ামে। আধুনিক অলিম্পিক গেমসের এই ৪৩ টি প্রতিযোগিতায় ১৪ টি দেশের প্রায় ২৪১ জন ক্রীড়াবিদ একত্রিত হয়েছিলেন।
১৮৯৬ সালের অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় ইভাঞ্জেলোস জ্যাপ্পাস ও তাঁর তুতো ভাই কনস্ট্যান্টিনোস জ্যাপ্পাস গ্রিক সরকারের কাছে ভবিষ্যতে অনুষ্ঠিতব্য অলিম্পিক গেমসের জন্য রেখে যাওয়া ট্রাস্টের তহবিল থেকে। অলিম্পিক গেমসের প্রস্তুতির জন্য স্টেডিয়াম সংস্কারের কাজে জর্জ এভেরফ, এক গ্রিক ব্যবসায়ী উদারমনে অর্থ দান করেন।এছাড়াও গ্রিক সরকার অলিম্পিক গেমসের জন্য অর্থের যোগান দিয়েছিলো যা গেমসের টিকিট এবং ডাকটিকিট বিক্রয়ের মাধ্যমে উঠে আসে।
আধুনিক অলিম্পিক গেমস আয়োজন করে গ্রীক সরকার এবং জনগণ অত্যন্ত গর্বিত এবং উজ্জীবিত ছিল। কিছু ক্রীড়াবিদ এই গেমসকে চিরতরে অ্যাথেন্সে অয়োজন করার পক্ষে মত দিলেও আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বিভিন্ন দেশে এই গেমসের আয়োজনকে ছড়িয়ে দেওয়ার পক্ষপাতি ছিল। ফলে গ্রিস অলিম্পিকের পরবর্তী আসর বসে ফ্রান্সের প্যারিসে।
আন্তর্জাতিক আধুনিক অলিম্পিক গেমস ১৮৯৬ সালের আসরের সফলতার পর অলিম্পিক গেমস একটি স্থবির সময়ের মধ্য দিয়ে যায় ; যখন আধুনিক অলিম্পিক গেমসের অস্তিত্বই সংকটাপন্ন হয়ে পড়ে। ১৯০০ ও ১৯০৪ সালের উভয় অলিম্পিক গেমসই যথাক্রমে ফ্রান্সের বিখ্যাত প্যারিস প্রদর্শনী ও যুক্তরাষ্ট্রের সেন্ট লুইস শহরের বিশ্বমেলার পাশে একটি অনুসারি অনুষ্ঠান হিসাবে উদযাপিত হয়।
১৯০০ সালে প্যারিসে অলিম্পিক গেমস শুরু হওয়ার জন্য কোন আলাদা স্টেডিয়াম ছিল না। তবে আধুনিক অলিম্পিক গেমসে প্রথমবারের মত মহিলারা অংশগ্রহণ করায় এই আসরটি স্মরণীয় হয়ে থাকে। অন্যদিকে সেন্ট লুইসের গেমসে সারা বিশ্ব থেকে মাত্র ৬৫০ জন ক্রীড়াবিদ অংশগ্রহণ করেন যাদের মধ্যে ৫৫০ জনই ছিল আয়োজক যুক্তরাষ্ট্রের।
১৯০৬ সালের দিকে অধিবর্ষ ( Intercalated ) অলিম্পিক থেকে গেমসটি আবার উজ্জীবিত হতে শুরু করে। প্রথম অলিম্পিক আয়োজনের পর তৃতীয় অলিম্পিয়াডে আবার অ্যাথেন্সে অলিম্পিকের আয়োজন হওয়ায় এই গেমসের নাম অধিবর্ষ (Intercalated) ছিল। শুরুতে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এই গেমসের মান্যতা দিলেও পরবর্তীতে সেই স্বীকৃতি তারা তুলে নেয়। পরবর্তীতে আর কখনো অধিবর্ষ গেমস অনুষ্ঠিত হয়নি।
শীতকালীন অলিম্পিক গেমস কি?
আধুনিক অলিম্পিক গেমসের পরিবর্তিত ধারার একটি হল শীতকালীন অলিম্পিক গেমস। শীতকালীন অলিম্পিকের সূচনা হয়েছিল মূলত তুষার ও বরফের বিভিন্ন খেলাকে উৎসাহ দেওয়ার জন্য যা গ্রীষ্মকালে আয়োজন করা প্রায় অসম্ভব। ফিগার স্কেটিং (১৯০৮ ও ১৯২০) এবং আইস হকির (১৯২০) বিভাগগুলো গ্রীষ্মকালের অলিম্পিকে অনুষ্ঠিত হয়েছিল।
আইওসি (International Olympic Committee -IOC) বরফের উপর হওয়া এই ক্রীড়াগুলোকে আরো ব্যাপক কলেবরে করার জন্য এই জাতীয় আরো ক্রীড়া অন্তর্ভুক্ত করতে থাকে। ১৯২১ সালের লুসানে অনুষ্ঠিত অলিম্পিক কংগ্রেসে অলিম্পিকের একটি শীতকালীন আসর যুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ফ্রান্সে প্যারিস গেমস অনুষ্ঠিত হওয়ার তিন মাস আগে ১৯২৪ সালে ফ্রান্সের চেমনিক্সে একটি শীতকালীন ক্রীড়া সপ্তাহ পালন করা হয় (যা ১১ দিন ধরে অনুষ্ঠিত হয়েছিল)।
এই ক্রীড়া সপ্তাহটিই হল বিশ্বের প্রথম শীতকালীন অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। একই বছর শীতকালীন এবং গ্রীষ্মকালীন আসর একই দেশে অনুষ্ঠিত হয়েছিল। আইওসি (International Olympic Committee -IOC) এই পরিকল্পনা পরবর্তীতে বাদ দেয় এবং ঘোষণা করে যে এর পর থেকে শীতকালীন এবং গ্রীষ্মকালীন অলিম্পিক প্রত্যেক চার বছর পর পর একই বছরে অনুষ্ঠিত হবে।
আইওসির (International Olympic Committee -IOC) এই সিদ্ধান্ত ১৯৯২ সাল পর্যন্ত বহাল ছিল। ১৯৯২ সালের ফ্রান্স অলিম্পিকের পর থেকে শীতকালীন অলিম্পিক প্রত্যেক চার বছর পর পর, কিন্তু গ্রীষ্মকালীন অলিম্পিকের ২ বছর পর অনুষ্ঠিত হয়।
প্যারা অলিম্পিক বা প্যারালিম্পিক
স্যার লুডউইগ গাটম্যান ১৯৪৮ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আহত সৈনিকদের পূনর্বাসনের জন্য কয়েকটি হাসপাতালের মধ্যে ১৯৪৮ সালের লন্ডন অলিম্পিকের মত করে মাল্টি ইভেন্ট প্রতিযোগিতা চালু করেন। গাটম্যানের এই ইভেন্টটি স্টোক মেন্ডিভেল গেমস নামে একটি বাৎসরিক ক্রীড়া আসর হিসেবে পরিচিত হয়।
তখন থেকে গাটম্যান এবং তার সহযোগীরা পরবর্তী ১২ বছর পর্যন্ত এই গেমস কে বিকলাঙ্গদের পূনর্বাসন ও নিরাময়ের একটি মাধ্যম হিসেবে ব্যবহার করতে থাকেন। রোমে অনুষ্ঠিত ১৯৬০ সালের অলিম্পিকে গাটম্যান এবং তার সমর্থকেরা প্রায় ৪০০ জন ক্রীড়াবিদকে একটি "সমান্তরাল অলিম্পিকে" অংশগ্রহণ করানোর জন্য নিয়ে আসেন। এটিই ছিল অলিম্পিকের ইতিহাসে প্রথম প্যারালিম্পিক।
এরপর থেকে প্রতি আধুনিক অলিম্পিক গেমসের অনুষ্ঠিত আসরের বছরে এই প্যারাঅলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়ে আসছে। ১৯৮৮ সালে দক্ষিণ কোরিয়ার সিউলে প্রথমবারের জন্য একই শহরে গ্রীষ্মকালীন অলিম্পিক ও প্যারাঅলিম্পিক গেমস উভয়ই অনুষ্ঠিত হয়।২০০১ সালে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ও আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটি একটি চুক্তি স্বাক্ষর করে যাতে স্থির করা হয় যেই দেশ অলিম্পিক গেমসের আয়োজক হবে তাকে একই সাথে প্যারালিম্পিক গেমসও আয়োজন করতে হবে।
২০০১ সালে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ও আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটির এই চুক্তি ২০০৮ সালে বেইজিংয়ে এবং ভ্যানকুভারে শীতকালীন অলিম্পিকে এর বাস্তবায়ন শুরু হয়। লন্ডন অলিম্পিক আয়োজন কমিটির সভাপতি লর্ড কো লন্ডনে ২০১২ সালে অনুষ্ঠিত প্যারালিম্পিক সম্পর্কে বলেন— "আমরা বিকলাঙ্গ এবং প্রতিবন্ধীদের সম্পর্কে মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে চাই এবং প্যারালিম্পিক গেমস উদ্যাপন করে জানিয়ে দিতে চাই যে এই দুটি গেমস আসলে একে অপরের সাথে ওতপ্রোত ভাবে জড়িত।"
যুব অলিম্পিক
২০১০ সালে ১৪ থেকে ১৮ বছর বয়সী ক্রীড়াবিদদের জন্য সুযোগ করে দেওয়ার জন্য মূল অলিম্পিক গেমসের সাথে যুব অলিম্পিক গেমসের সংযোজন করা হয়। এর প্রধান রূপকার ছিলেন আইওসির প্রেসিডেন্ট জ্যাকুয়াস রোগ। তিনি এই যুব অলিম্পিকের প্রস্তাব করেন ২০০১ সালে যা আইওসির ১১৯ তম কংগ্রেসে অনুমোদিত হয়।
২০১০ সালের ১৪-২৬ আগস্টে সিঙ্গাপুরে প্রথম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়, অপরদিকে এর শীতকালীন আসর বসে দুই বছর পর অস্ট্রিয়ার ইন্সব্রুকে। এই যুব অলিম্পিক গেমস অলিম্পিকের মূল আসরের চেয়ে স্বল্প পরিসরে অনুষ্ঠিত হয়। শীতকালীন আসর নয় দিনের জন্য অনুষ্ঠিত হয় যেখানে ৯৭০ জন ক্রীড়াবিদ ও ৫৮০ জন প্রতিনিধি অংশগ্রহণ করতে পারে অপরদিকে গ্রীষ্মকালীন আসর হয় ১২ দিনের জন্য যেখানে ৩৫০০ জন ক্রীড়াবিদ ও ৮৭৫ জন প্রতিনিধি অংশগ্রহণ করতে পারে।
মূল আধুনিক অলিম্পিক গেমসের মত যুবক অলিম্পিকেও বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা থাকলেও এর স্থায়িত্ব কমানোর জন্য কিছু ইভেন্ট বাদ দেওয়া হয়। কিছু খেলায় নারী ও পুরুষের মিশ্র দল গঠন করা হয়, এমনকি জাতীয় অলিম্পিক কমিটিরও মিশ্র দল গঠিত হয়।
একবিংশ শতাব্দীতে অলিম্পিক
আধুনিক অলিম্পিক গেমস ১৮৯৬ সালের আসরে ১৪ টি দেশের মাত্র ২৪১ জন ক্রীড়াবিদ নিয়ে অলিম্পিকের যাত্রা শুরু হয়েছিল। ২০১২ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকে সেই গেমস ২০৪ টি দেশের ১০৫০০ জন ক্রীড়াবিদের একটি মহান ক্রীড়াযজ্ঞে পরিণত হয়েছে। সর্বশেষ ২০২৪ সালের গ্রীষ্মকালীন আধুনিক অলিম্পিক গেমস ২০৬ দেশের ১০ হাজার ৫০০ জন ক্রীড়াবিদ অংশ গ্রহণ করেন।
গ্রীষ্মকালীন গেমসের থেকে শীতকালীন গেমস আকারে প্রকারে এখনো পর্যন্ত অনেক ছোট, যেমন, ভ্যানকুভারে অনুষ্ঠিত ২০১০ শীতকালীন অলিম্পিকে ৮২ টি দেশের ২৫৬৬ জন ক্রীড়াবিদ অংশগ্রহণ করে। সর্বশেষ শীতকালীন অলিম্পিক গেমসে ২০২২ সালে ৯১ দেশর ২,৮৭১জন ক্রীড়াবিদ ৭টি খেলায় ১০৯টি প্রতিযোগিতা অংশগ্রহণ করেন।
গেমস চলাকালে ক্রীড়াবিদ ও আধিকারিকদের যে স্থানে থাকতে দেওয়া হয় তাকে অলিম্পিক ভিলেজ বলা হয়। এই অলিম্পিক ভিলেজে ক্যাফেটেরিয়া, স্বাস্থ্য কেন্দ্র এবং ধর্মীয় আচার পালনের স্থান সহ অন্যান্য সুযোগ সুবিধাদি দেওয়া থাকে।
আধুনিক অলিম্পিক গেমস শুরু হয় কত সালে
আধুনিক অলিম্পিক শুরু হয় ১৮৯৬ সালে।আধুনিক অলিম্পিকের প্রথম আসর বসে- ১৮৯৬ সালে গ্রিসের এথেন্সে।আধুনিক অলিম্পিক গেমসের জনক ব্যারন পিয়েরে ডি কবার্টিন (Baron Pierre de Coubertin)১৮৯৬ থেকে ১৯২৫ সাল পর্যন্ত আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
প্রথম আধুনিক অলিম্পিক গেমস
আধুনিক অলিম্পিক গেমস আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (International Olympic Committee -IOC) তত্ত্বাবধানে প্রথম আধুনিক অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় ১৮৯৬ সালে এথেন্সের প্যানাথেনেইক স্টেডিয়ামে। আধুনিক অলিম্পিক গেমসের এই আয়োজনে ৪৩ টি প্রতিযোগিতায় ১৪ টি দেশের প্রায় ২৪১ জন ক্রীড়াবিদ একত্রিত হয়েছিলেন।
প্রথম আধুনিক অলিম্পিক গেমসের সভাপতি ছিলেন ইতিহাস সেরা ক্রীড়াবিদ আধুনিক অলিম্পিক গেমসের জনক ব্যারন পিয়েরে ডি কবার্টিন (Baron Pierre de Coubertin)।ব্যারন পিয়েরে ডি কবার্টিন ১৮৯৪ সালে সর্বপ্রথম International Olympic Committee (IOC) গঠন করেন এ কারণে ব্যারন পিয়ের ডি কবার্টিনকে অলিম্পিকের জনক বলা হয়।
অলিম্পিক প্রতীক ডিজাইন করেন কে?
আধুনিক অলিম্পিক গেমসের পতাকার পরিকল্পনাকারী ও জনক ব্যারন পিয়েরে ডি কবার্টিন (Baron Pierre de Coubertin)। আধুনিক অলিম্পিক গেমসের জনক ব্যারন পিয়েরে ডি কুবার্টিন ১৯১৩ সালে অলিম্পিক প্রতীকটি ডিজাইন করেছিলেন।
অলিম্পিক প্রতীক ডিজাইনে নীল, হলুদ, কালো, সবুজ এবং লাল রঙের পাঁচটি ইন্টারলেসিং রিং রয়েছে।রিংগুলি একটি সাদা পটভূমিতে সেট করা হয়। অলিম্পিক রিং হল অলিম্পিক আন্দোলনের আনুষ্ঠানিক প্রতীক।
অলিম্পিক রিংগুলি পাঁচটি মহাদেশের প্রতিনিধিত্ব করে এবং অলিম্পিজম দ্বারা একত্রিত সমস্ত জাতি। আজ, তারা বিশ্বের সবচেয়ে বিখ্যাত এবং স্বীকৃত প্রতীকগুলি তৈরি করে। অলিম্পিক প্রতীক ডিজাইন করা পতাকা প্রথম উত্তোলন করা হয় ১৯২০ সালে এন্টওয়ার্প অলিম্পিকে।
৭৭৬ খ্রিস্টপূর্বাব্দের বহু বছর পর নতুন করে অলিম্পিকের শুরু মানে ইতিহাসে নতুন অধ্যায়ের সংযোজন। ১৮৯৬ সালের ৬ থেকে ১৫ এপ্রিল গ্রিসের এথেন্সে প্রথম আধুনিক অলিম্পিক অনুষ্ঠিত হয়। এরপর থেকে প্রতি চার বছর অন্তর বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মধ্যে প্রথম এবং দ্বিতীয় মহাযুদ্ধের জন্য ১৯১৬, ১৯৪০ ও ১৯৪৪ সালে অলিম্পিক অনুষ্ঠিত হতে পারেনি। বিশ্বের সবচেয়ে বড় আন্দোলনের নাম অলিম্পিক।
আধুনিক অলিম্পিক এর মূলনীতি হল- ক্ষীপ্রতা, উচ্চতা ও শক্তি। আধুনিক অলিম্পিক গেমসের শুরু থেকে চলার পথ সবসময় মসৃণ ছিল এটা বলা যাবে না।তবে অলিম্পিকের আকাশে অন্ধকারের চেয়ে আলোই বেশি। যদিও আধুনিক অলিম্পিক গেমসকে এ পর্যন্ত আসতে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা এবং চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে। তবুও অলিম্পিক আন্দোলন কখনও দমে যায়নি।
আজকে আর্টিকেল থেকে আধুনিক অলিম্পিক গেমসের জনক কে, আধুনিক অলিম্পিক গেমসের ইতিহাস, আধুনিক অলিম্পিক গেমস শুরু হয় কত সালে, প্রথম আধুনিক অলিম্পিক গেমস, শীতকালীন অলিম্পিক গেমস কি, অলিম্পিক প্রতীক ডিজাইন করেন কে, প্যারা অলিম্পিক, যুব অলিম্পিক এবং ১৮৯৬ সালের প্রথম অলিম্পিক আসর এ সকল বিষয় বিস্তারিত তথ্য জানতে পেরেছেন।