প্রাণ কোম্পানির পণ্য সমূহ তালিকা

১৯৮১ সালে রংপুরে সেনাবাহিনীর মেজর জেনারেল আমজাদ খান চৌধুরী অবসরের পর পেনশনের টাকা দিয়ে প্রাণ আরএফএল কোম্পানি প্রতিষ্ঠা করেন।প্রাণ কোম্পানির পণ্য সমূহ তালিকায় রয়েছে খাদ্য সামগ্রী ভোগ্য পণ্য প্লাস্টিক ও ইলেকট্রনিক পণ্য। দেশের অন্যতম ও সর্ববৃহৎ খাদ্য ও পুষ্টি প্রাণ কোম্পানি। আজকে আর্টিকেলে প্রাণ কোম্পানির পণ্য সমূহ তালিকা নিয়ে সাজানো হয়েছে। 



প্রাণ কোম্পানির পণ্য সমূহ তালিকা



প্রাণ কোম্পানির পণ্য সমূহ তালিকা

১৯৮১ সালে আমজাদ খান চৌধুরীর হাত ধরে রংপুরে টিউবওয়েল তৈরির মধ্য দিয়ে প্রাণ-আরএফএল গ্রুপের যাত্রা শুরু হয়। প্রাণ কোম্পানির পণ্য সমূহ তালিকার তৈরি পণ্য ১৪১ টি দেশের রপ্তানি হচ্ছে। প্রাণ-আরএফএল গ্রুপ বা প্রাণ কোম্পানির পণ্য সমূহ দেশের এমন কোন গ্রাম নেই, যেখানে প্রাণের পণ্য যায়নি।


প্রাণ কোম্পানির পণ্য সমূহ বাংলাদেশের গণ্ডি পেরিয়ে এখন ইউরোপ-যুক্তরাষ্ট্র-কানাডার সুপার শপেও প্রাণ কোম্পানির পণ্য সমূহ বিক্রি হচ্ছে। এছাড়াও মধ্যপ্রাচ্য, নেপাল, ভুটান, আফ্রিকা এবং ভারতের রাজ্যে রাজ্যে প্রাণ কোম্পানির পণ্য সমূহের সরব উপস্থিতি রয়েছে।



প্রাণ কোম্পানির পণ্য সমূহ তালিকা



প্রাণ কোম্পানির প্রতিষ্ঠাতা মেজর জেনারেল আমজাদ খান চৌধুরীর হাতে ১৯৮১ সালে প্রান- আরএফএল এর যাত্রা শুরু হলেও আজকে দেশের কোনায় কোনায় এবং বিশ্বজুড়ে প্রাণ-আরএফএল এর পণ্য ছড়িয়ে দেওয়ার মূল কারিগর তারই সুযোগ্য সন্তান বর্তমান প্রান কোম্পানি চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী।


প্রাণ-আরএফএল কোম্পানি ফাউন্ড্রি বা টিউবওয়েল তৈরি ও আবাসন ব্যবসা দিয়ে শুরু করলেও আবাসন ব্যবসাটি বেশি দিন করেননি। কেননা এতে টাকা আটকে থাকে। তিনি ফাউন্ড্রি ব্যবসায় বেশি নজর দেন। এখন যার আওতায় বিভিন্ন ধরনের পণ্য রয়েছে।


এছাড়াও আমজাদ খান চৌধুরী আরেকটি লক্ষ্য ছিল কৃষির ব্যবসা শুরু করা। তাই তিনি ১৯৮৫ সালে প্রতিষ্ঠা করেন এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেড, যার ব্র্যান্ড নাম হয় প্রাণ। প্রাণ কোম্পানি এ প্রতিষ্ঠানটি কৃষি পণ্য উৎপাদনের জন্য নরসিংদীতে জমি ইজারা নিয়ে শুরুতে প্রাণ কোম্পানি রজনীগন্ধা ফুল, পেঁপে, কলা ও আনারস উৎপাদন শুরু করে। 


প্রাণ কোম্পানির এসব পণ্য সমূহ ঢাকায় এনে কারওয়ান বাজারে বিক্রি করা হতো।কিন্তু মৌসুমের সময় পণ্য সমূহে দাম পাওয়া যায় না। এর পরিপ্রেক্ষিতে প্রাণ কোম্পানির প্রতিষ্ঠাতা আমজাদ খান চৌধুরী চিন্তা করলেন আনারস প্রক্রিয়াকরণের কারখানা করার। 


১৯৯৭ সালে ফ্রান্সে আনারস রপ্তানি করার মধ্য দিয়ে প্রাণ কোম্পানির পণ্য রপ্তানি পণ্য রপ্তানি শুরু হয়। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। এখন প্রাণ-আরএফএল এর পণ্য সমূহ ১৪১ টি দেশে রপ্তানি হয়। 


প্রাণ কোম্পানি বাংলাদেশের অন্যতম বৃহত্তম খাদ্য ও পানীয় ব্র্যান্ডে পরিণত হয়েছে। প্রাণ কৃষকদের নিশ্চিত মূল্য প্রদানের মাধ্যমে বাংলাদেশে কৃষি ব্যবসায় অগ্রগামী।  PRAN Foods, PRAN-RFL গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান এবং প্রাণ ব্যানারের অধীনে বেশ কয়েকটি কৃষি পণ্য উৎপাদন করে। 


প্রাণ-আরএফএল গ্রুপে দুটি গ্রুপ রয়েছে। একটি হলো- প্রাণ-গ্রুপ এবং অন্যটি আরএফএল-গ্রুপ। প্রাণ কোম্পানির পণ্য সমূহ তালিকায় উল্লেখযোগ্য পণ্য হলো ফ্রুট ড্রিংক, স্ন্যাকস, বিস্কুট, ক্যাচআপ, সস, নুডলস, জেলি, মসলা, সুগন্ধি চাল, কনফেকশনারি ও ফ্রোজেন ফুড।



প্রাণ কোম্পানির পণ্য সমূহ তালিকা



প্রাণ গ্রুপটি প্রাণ ফুডস, আরএফএল প্লাস্টিক, প্রাণ-আরএফএল হেলথকেয়ার সহ বিভিন্ন সহায়ক সংস্থার অধীনে কাজ করে।প্রাণ 2003 সালে সংযুক্ত আরব আমিরাতে একটি সহায়ক কোম্পানি প্রতিষ্ঠা করে । প্রাণ-আরএফএল গ্রুপের পেপসিকো , ড্যানোন এবং নেসলে- এর মতো আন্তর্জাতিক কোম্পানিগুলির সাথে বেশ কয়েকটি যৌথ উদ্যোগ রয়েছে ।



প্রাণ কোম্পানির প্রতিষ্ঠানসমূহ

প্রাণ-আরএফএল কোম্পানি ক্ষুদ্র পরিসরে যাত্রা শুরু করেও বর্তমানে প্রাণ-আরএফএল গ্রুপে ২৫টিরও বেশি শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। প্রাণ-আরএফএল গ্রুপ পাবলিক লিমিটেড দুটি কোম্পানি রয়েছে । এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেড ও রংপুর ফাউন্ড্রি লিমিটেড(আরএফএল)। 


এ ছাড়া অনলাইন ভিত্তিক প্রাণ কোম্পানির পণ্য সমূহ বিক্রির ওয়েবসাইট অথবা.কম।  


প্রাণ-আরএফএলের দেশের ১৩টি স্থানে ২৩টি কারখানা রয়েছে, বর্তমানে প্রাণ-আরএফএল কোম্পানির উৎপাদিত পণ্য সমূহ ১৪৫ টিরও বেশী দেশে রপ্তানি করা হচ্ছে। নরসিংদীর পলাশ উপজেলায় অবস্থিত ইন্ডাস্ট্রিয়াল পার্কে প্রান-আরএফএল গ্রুপের সর্বাধিক পন্য উৎপাদন ও প্রক্রিয়াকরন করা হয়।




প্রাণ কোম্পানির কি কি পণ্য আছে?

প্রাণ কোম্পানির পণ্য সমূহ তালিকায় -  প্রাণ কোম্পানির কি কি পণ্য আছে? বাজারে প্রচলিত একটি কথা আছে যে, প্রাণ কি তৈরি করে না। প্রাণ-আরএফএল গ্রুপ পাবলিক লিমিটেড দুটি কোম্পানি রয়েছে । এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেড ও রংপুর ফাউন্ড্রি লিমিটেড(আরএফএল)। 


প্রাণ কোম্পানি বাংলাদেশের একটি বৃহৎ খাদ্য সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান। এ কোম্পানিতে খাদ্য ও প্লাস্টিক-এ দুটি খাতে সর্বাধিক বহুমুখী পণ্য উৎপাদিত হয়। এছাড়াও লাইট ইঞ্জিনিয়ারিং ও প্লাস্টিক খাতে ১৫০০ পণ্য রয়েছে। খাদ্যসামগ্রীর উৎপাদনের ক্ষেত্রে প্রতিষ্ঠানটির প্রোডাক্ট লাইনে রয়েছে ৫০০টিরও বেশি পণ্য। দেশজুড়ে বিস্তৃত ১০টি অত্যাধুনিক কারখানায় এসব পণ্য উৎপাদিত হয়ে থাকে।


প্রাণ-আরএফএল গ্রুপের মধ্যে প্রাণ (Pran) দশটি শ্রেণীতে ৮০০ টির বেশি পণ্য তৈরি করে এবং আরএফএল (RFL) ১৫ টি শ্রেণীতে প্রায় সাড়ে ৫ হাজার পণ্য তৈরি করে। প্রাণ কোম্পানির পণ্য সমূহের মধ্যে খাদ্য ও পানীয়, পোশাক, প্লাস্টিক, ইলেকট্রনিক্স, আসবাব, সাইকেল, যন্ত্রাংশ ইত্যাদি বিভিন্ন ধরনের খাতে প্রাণ-আরএফএল গ্রুপের ব্যবসা রয়েছে। 



প্রাণ কোম্পানির পণ্য সমূহ তালিকা- 

⏩খাদ্য জাতীয় পণ্য

⏩প্লাস্টিক সামগ্রী

⏩ইলেকট্রনিক সামগ্রী

⏩গার্মেন্টস খাত

⏩প্রিন্ট মিডিয়া

⏩ঔষধ সামগ্রী

⏩কৃষিজ সামগ্রী



প্রাণ কোম্পানির পণ্য সমূহ তালিকা



প্রাণ কোম্পানির পণ্য সমূহ তালিকা- খাদ্য জাতীয় পণ্য

•প্রান ম্যাঙ্গো জুস প্যাক (আম) 

•সিঙ্গারা এবং সমোসা (বিভিন্ন) 12 পিসি চিকেন 

•পপ কর্ন (150 গ্রাম) 

•ফোরজাড প্লাস 250 মিলি 

•গ্রিন চিলি সস 

•নাজিরশাইল চাল 

• বিস্কুট 

• চানাচুর 

• পটেটো চিপস 

• চকলেট 

প্রভৃতি• পিনাট বার 

• ম্যাংগো বার 

• প্রান আপ 


এছাড়াও  প্রাণ কোম্পানির পণ্য সমূহ তালিকায় উল্লেখযোগ্য পণ্য সহ বিভিন্ন ধরনের ফ্রুট ড্রিংক, স্ন্যাকস, বিস্কুট, ক্যাচআপ, সস, নুডলস, জেলি, মসলা, সুগন্ধি চাল, কনফেকশনারি ও ফ্রোজেন ফুড রয়েছে।



All time কি pran পণ্য?

All time এর পন্য সমূহ প্রাণ কোম্পানির। বাংলাদেশের সর্ববৃহৎ খাদ্য পণ্যের প্রাণ কোম্পানির পণ্য সমূহ তালিকায় অল টাইম (All time) পণ্য রয়েছে। অলটাইম প্রাণ ফুড কোম্পানির অন্যতম জনপ্রিয় একটি প্রোডাক্ট। 



প্রাণ কোম্পানির পণ্য সমূহ তালিকা



প্রাণের পণ্য কয়টি?

প্রাণ কোম্পানির পণ্য সমূহ তালিকায় -  প্রাণের পণ্য কয়টি? বাজারে প্রচলিত একটি কথা আছে যে, "প্রাণ কি তৈরি করে না"। প্রাণ-আরএফএল গ্রুপ পাবলিক লিমিটেড দুটি কোম্পানি রয়েছে । এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেড ও রংপুর ফাউন্ড্রি লিমিটেড(আরএফএল)। 


প্রাণ-আরএফএল গ্রুপের মধ্যে প্রাণ (Pran) ১০ শ্রেণীতে ৮০০ টির বেশি পণ্য তৈরি করে এবং আরএফএল (RFL) ১৫ টি শ্রেণীতে প্রায় সাড়ে ৫ হাজার পণ্য তৈরি করে। প্রাণ কোম্পানির পণ্য সমূহের মধ্যে খাদ্য ও পানীয়, পোশাক, প্লাস্টিক, ইলেকট্রনিক্স, আসবাব, সাইকেল, যন্ত্রাংশ ইত্যাদি বিভিন্ন ধরনের খাতে প্রাণ-আরএফএল গ্রুপের ব্যবসা রয়েছে। 

Post a Comment (0)