জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯ তম অধিবেশনের সভাপতি কে

১৯৪৫ সালে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। এর সর্বোচ্চ পদ হল মহাসচিব। আজকে বিষয় হলো জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯ তম অধিবেশনের সভাপতি কে ?জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯ তম অধিবেশন ১০ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। আর সাধারণ পরিষদে উচ্চপর্যায়ের বিতর্ক অধিবেশন শুরু হয়েছে ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার। আজকে আর্টিকেলটি জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯ তম অধিবেশনের সভাপতি কে এ বিষয়ে। 



জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯ তম অধিবেশনের সভাপতি কে



জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯ তম অধিবেশনের সভাপতি কে

১০ই সেপ্টেম্বর ২০২৪ জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯ তম অধিবেশন শুরু হয়েছে।জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯ তম অধিবেশনের সভাপতি হলেন ডেনিস ফ্রান্সিস।জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯ তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে গিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। তিনি গত ২২ শে সেপ্টেম্বর থেকে ২৭ শে সেপ্টেম্বর পর্যন্ত ৭ সদসের প্রতিনিধি দল নিয়ে তার সফর শেষ করবেন।


জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯ তম অধিবেশনের সভাপতি কে



জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯ তম অধিবেশনে ৭ সদস্যের প্রতিনিধি দলটি হল- ড. মুহাম্মদ ইউনুস এর মেয়ে দিনা আফরোজ ইউনুস, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, অন্তবর্তী কালীন সরকারের গঠিত বাংলাদেশের বিদ্যমান অর্থনৈতিক অবস্থার শ্বেতপর্ব প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য, প্রধান উপদেষ্টার একান্ত সচিব সাব্বির আহমদ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম এবং বেসরকারি ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা তিথি।



জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯ তম অধিবেশনের সভাপতি কে


জাতিসংঘ একটি অন্তঃসরকারি সংস্থা যার বিবৃত উদ্দেশ্য হলো আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা, জাতি সমূহের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা, আন্তর্জাতিক সহযোগিতা অর্জন করা এবং জাতিসংঘের কর্মকাণ্ডকে সমন্বয় করার কেন্দ্র হিসেবে কাজ করা। 



জাতিসংঘের সদর দপ্তর কয়টি

জাতিসংঘের সদর দপ্তর নিউইয়র্ক শহরে অবস্থিত। এছাড়াও জাতিসংঘের তিনটি অতিরিক্ত, সহায়ক ও আঞ্চলিক সদর দপ্তর রয়েছে।যা নাইবোরি, ভিয়েনা এবং জেনেভায় অবস্থিত।


তবে নিউইয়র্ক এর  জাতিসংঘের সদর দপ্তর কেবল জাতিসংঘের প্রধান ছয়টি অঙ্গসংগঠন ধারণ করে। এছাড়া জাতিসংঘের পনেরোটি বিশেষায়িত সংস্থার দপ্তরগুলো নিউ ইয়র্কের বাহিরে অন্যান্য দেশে অবস্থিত।



জাতিসংঘের বর্তমান মহাসচিব কে

জাতিসংঘের সর্বোচ্চ পদ হল মহাসচিব। জাতিসংঘের বর্তমান মহাসচিব হলেন আন্তোনিও গুতেরেস। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯ তম অধিবেশনে মহাসচিব এর সংবর্ধনায় ডঃ মোঃ ইউনুস যোগদান করেছেন। 



জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯ তম অধিবেশনের সভাপতি কে



১ জানুয়ারি, ২০১৭ সাল থেকে জাতিসংঘের মহাসচিব হিসেবে পর্তুগালের নাগরিক আন্তোনিও গুতেরেস দায়িত্ব পালন করছেন।সাধারণত জাতিসংঘের মহাসচিব এর মেয়াদকাল পাঁচ বছর, তবে কোনও অনিবার্য পরিস্থিতির ক্ষেত্রে আরো বেশি।


জাতিসংঘের অষ্টম মহাসচিব দক্ষিণ কোরিয়ার অধিবাসী  বান কি মুন প্রথম দফার মেয়াদকাল ২০১১ সালে ৩১ ডিসেম্বর শেষ হয়। পরবর্তীতে কোনরূপ বিরোধিতা না আসায় ২১ জুন, ২০১১ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত মুন দ্বিতীয় মেয়াদে জাতিসংঘের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।



জাতিসংঘের মহাসচিব তালিকা

জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় ১৯৪৫ সালে।তারপর থেকে ২০২৪ সাল পর্যন্ত মোট ৮ জন ব্যক্তি বিভিন্ন সময়ে জাতিসংঘের মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। ২৪ অক্টোবর, ১৯৪৫ থেকে ২ ফেব্রুয়ারি, ১৯৪৬ পর্যন্ত গ্লাডউইন জেব ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন৷ জাতিসংঘের প্রথম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন টৃগভে লি। 


জাতিসংঘের মহাসচিব তালিকা—


প্রথম মহাসচিব : জাতিসংঘের প্রথম মহাসচিব হিসেবে টৃগভে হাভডেন লি কে  নিয়োগ দেওয়া হয়। তিনি নরওয়ে এর নাগরিক ছিলেন। তার মেয়াদকাল ছিল ফেব্রুয়ারি ২, ১৯৪৬ থেকে নভেম্বর ১০, ১৯৫২ সাল পর্যন্ত।

 
দ্বিতীয় মহাসচিব : জাতিসংঘের দ্বিতীয় মহাসচিব দ্যাগ হ্যামারশোল্ড। তিনি সুইডেনের নাগরিক ছিলেন। এপ্রিল ১০, ১৯৫৩ থেকে সেপ্টেম্বর ১৮, ১৯৬১ সাল পর্যন্ত দায়িত্বে ছিলেন।


তৃতীয় মহাসচিব : জাতিসংঘের তৃতীয় মহাসচিব ইউ থান্ট। তিনি মায়ানমারের নাগরিক ছিলেন। তার মেয়াদকাল ছিল নভেম্বর ৩০, ১৯৬১ থেকে ডিসেম্বর ৩১, ১৯৭১ সাল পর্যন্ত। 


চতুর্থ মহাসচিব : জাতিসংঘের চতুর্থ মহাসচিব কার্ট ওয়াল্ডহেইম। তিনি জানুয়ারি ১, ১৯৭২ থেকে ডিসেম্বর ৩১, ১৯৮১ সাল পর্যন্ত দায়িত্বে ছিলেন। তিনি অস্ট্রিয়া এর নাগরিক ছিলেন।


পঞ্চম মহাসচিব : জাতিসংঘের পঞ্চম মহাসচিব হাভিয়ের পেরেজ ডে কুয়েইয়ার। তিনি পেরু এর নাগরিক ছিলেন। তিনি জানুয়ারি ১, ১৯৮২ থেকে ডিসেম্বর ৩১, ১৯৯১ সাল পর্যন্ত দায়িত্বে ছিলেন।      

       
ষষ্ঠ মহাসচিব : জাতিসংঘের ষষ্ঠ মহাসচিব মিশরের নাগরিক বুত্রোস বুত্রোস গালি। তার মেয়াদকাল ছিল জানুয়ারি ১, ১৯৯২ থেকে ডিসেম্বর ৩১, ১৯৯৬ সাল পর্যন্ত।


সপ্তম মহাসচিব : জাতিসংঘের সপ্তম মহাসচিব ঘানা এর নাগরিক কফি আনান তার মেয়াদকাল  জানুয়ারি ১, ১৯৯৭ থেকে ডিসেম্বর ৩১, ২০০৬ সাল পর্যন্ত।



অষ্টম মহাসচিব : জাতিসংঘের অষ্টম মহাসচিব দক্ষিণ কোরিয়ার অধিবাসী বান কি মুন। তার মেয়াদকাল ছিল জানুয়ারি ১, ২০০৭ থেকে ডিসেম্বর ৩১, ২০১৬ সাল পর্যন্ত। 



জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯ তম অধিবেশনের সভাপতি কে




নবম মহাসচিব : জাতিসংঘের নবম মহাসচিব পর্তুগালের নাগরিক আন্তোনিও গুতেরেস। তিনি জানুয়ারি ১, ২০১৭ সাল থেকে বর্তমান মহাসচিব এর দায়িত্ব পালন করছেন। 



সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয়। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯ তম অধিবেশনে অন্তর্বর্তীকালীন সরকার যোগদান করেন। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯ তম অধিবেশনে সভাপতিত্ব করেন ডেনিস ফ্রান্সিস।

Post a Comment

0 Comments