নগদ কোন দেশের কোম্পানি? নগদ বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল আর্থিক পরিষেবা। নগদ অর্থ আদান-প্রদানে বাংলাদেশ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে ২০১৯ সালের ২৬ মার্চ যাত্রা শুরু করে। এটি বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ফোন ভিত্তিক ডিজিটাল আর্থিক সেবা।
নগদ থার্ড ওয়েভ টেকনোলজি লিমিটেড কর্তৃক পরিচালিত। নগদ বাংলাদেশ ডাক বিভাগের পূর্বে চালুকৃত পোস্টাল ক্যাশ কার্ড এবং ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম (ইএমটিএস)-এর নতুন সংস্করণ। আজকে আর্টিকেলটি নগদ কোন দেশের কোম্পানি এ বিষয়ে সাজানো হয়েছে।
নগদ কোন দেশের কোম্পানি
নগদ বাংলাদেশের কোম্পানি। মোবাইল ভিত্তিক আর্থিক সেবাদাতা কোম্পানি।নগদ বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল আর্থিক পরিষেবা। নগদ অর্থ আদান-প্রদানে বাংলাদেশ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে ২০১৯ সালের ২৬ মার্চ যাত্রা শুরু করে।নগদ-এর সদর দফতর বাংলাদেশের রাজধানী ঢাকার বনানী এলাকার কামাল আতাতুর্ক এভিনিউতে অবস্থিত।
নগদ আর্থিক পরিষেবাটি বাংলাদেশ ডাক আইন সংশোধনী ২০১০ ধারা ৩ (২) এর অধীনে নিয়ন্ত্রিত। বিশেষ করে বাংলাদেশ সরকার কর্তৃক বাংলাদেশ ডাক বিভাগ প্রণীত একটি স্বতন্ত্র আইন।
২০১৮ সালের ১১ই অক্টোবর বাংলাদেশ ডাক বিভাগ কর্তৃক নগদের ডিজিটাল আর্থিক সেবা চালু করা হয়। বাংলাদেশের ৪৯ তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে ২০১৯ সালের ২৬ শে মার্চ নগদের কার্যক্রম চালু হয়।
নগদ -এর সেবা সমূহ
মোবাইল ভিত্তিক ডিজিটাল আর্থিক সেবা পেতে নগদ একাউন্ট খুলে গ্রাহক দেশের যেকোন স্থান থেকে নিজের মোবাইলে অর্থ জমা, উত্তোলন এবং বিভিন্ন ক্ষেত্রে অর্থ স্থানান্তর ও বিভিন্ন বিল পরিশোধ করতে পারেন।
নগদের গ্রাহকরা মোবাইল ফোন থেকে *১৬৭# ডায়াল করে এবং নগদ অ্যাপ ব্যবহার করে নগদের যে কোন সেবা গ্রহণ করতে পারেন। নগদের গ্রাহকরা নিজের অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা থাকা সাপেক্ষে যে কোন সময় যেকোনো স্থান থেকে অন্য নগদ একাউন্টধারী এজেন্ট পয়েন্ট থেকে এর সেবা উপভোগ করতে পারবেন।
নগদ একাউন্ট খোলার নিয়ম
খুব সহজেই নগদ একাউন্ট খোলা যায়। সহজ উপায়ে তিনটি ধাপে নগদ একাউন্ট খোলা যায়।নগদ অ্যাপ -এ একাউন্ট খোলার নিয়ম-
প্রথম ধাপ : এন আই ডি কার্ড স্ক্যান করে প্রয়োজনীয় তথ্য দিতে হবে।
দ্বিতীয় ধাপ : সেলফি তুলে ছবি এবং ডিজিটাল স্বাক্ষর নির্দিষ্ট স্থানে দিতে হবে।
তৃতীয় ধাপ : চার ডিজিটের পিন সেট করতে হবে।
মোবাইল থেকে ডায়াল করে নগদ একাউন্ট খোলার নিয়ম
মোবাইল থেকে ডায়াল করে সহজ উপায়ে তিনটি ধাপে নগদ একাউন্ট খোলা যায়।মোবাইল থেকে ডায়াল করে নগদ একাউন্ট খোলার নিয়ম-
প্রথম ধাপ : *১৬৭# মোবাইল থেকে ডায়াল করতে হবে।
দ্বিতীয় ধাপ : চার ডিজিটের পিন সেট করতে হবে।
তৃতীয় ধাপ : হয়ে গেল নগদ একাউন্ট খোলা।
নগদ একাউন্ট দেখার নিয়ম
নগদে অ্যাকাউন্ট দেখা খুবই সহজ। USSD কোড ব্যবহার করে নগদ একাউন্ট দেখা যায় এবং নগদ অ্যাপ ব্যবহার করেও খুব সহজেই নগদ একাউন্ট দেখা যায়।নগদ একাউন্ট দেখার নিয়ম-
বাটন ফোনে নগদে টাকা দেখার নিয়ম
নগদ একাউন্ট দেখতে প্রথমে নগদ একাউন্ট দেখার USSD কোড *167# ডায়াল করতে হবে। এতে নগদের মূল মেনু প্রদর্শিত হবে। এরপর 7 চাপুন, এতে “My Nagad” অপশনে প্রবেশ করবেন।
নগদ অ্যাপ ব্যবহার করে নগদ একাউন্ট দেখার নিয়ম:
নগদ উপবৃত্তির টাকা দেখার নিয়ম
নগদ একাউন্টের উপবৃত্তির টাকা দেখুন খুবই সহজ নিয়মে। প্রথমে আপনার মোবাইল ফোন থেকে *১৬৭# ডায়াল করুন। এরপর মেনু অপশন থেকে My Nagad অপশন সিলেক্ট করুন। এরপর চেক ব্যলান্স অপশনটি নির্বাচন করুন।এরপর আপনার নগদ একাউন্ট এর গোপন পিন নাম্বারটি লিখুন এবং সাবমিট বাটনে ক্লিক করুন।
নগদ কি সরকারি নাকি বেসরকারি?
বর্তমানে নগদ একটি সরকারি প্রতিষ্ঠান। ডাক বিভাগের পক্ষে বাংলাদেশ ব্যাংক এটি পরিচালনা করবে। নগদের ৫১% মালিকানা যাচ্ছে ডাক অধিদপ্তরের কাছে, বাকি ৪৯% থাকবে বর্তমান মালিকদের হাতে।
মোবাইলে আর্থিক সেবায় (এমএফএস) বিকাশের পরই এখন নগদের অবস্থান। সেবাটির মাধ্যমে দৈনিক ৭০০ কোটি টাকা লেনদেন হচ্ছে। সহজে একাউন্ট খোলার সুবিধা ও ব্যবসার কৌশলের কারণে প্রত্যন্ত অঞ্চলেও দ্রুত ছড়িয়ে পড়েছে নগদ এর সেবাটি। পাশাপাশি বিভিন্ন মোবাইল অপারেটরের গ্রাহকদের স্বয়ংক্রিয়ভাবে গ্রাহক করার সুযোগ পেয়েছে নগদ। বর্তমানে ৯ কোটি গ্রাহক নিয়ে নগদে পরিবার।
0 Comments