প্রাকৃতিক দুর্যোগ হল স্বাভাবিক প্রকৃতির নিয়মের ব্যতিক্রম। বাংলাদেশ একটি দুর্যোগ প্রবণ দেশ। বাংলাদেশের ভৌগলিক অবস্থান, ভূমির বৈশিষ্ট্য, নদীর বহুবিধতা এবং মৌসুমী জলবায়ু প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। প্রাকৃতিক দুর্যোগ ভূমিকম্প, ভূমিধস, আগ্নেয়গিরির অগ্নুৎপাত, হারিকেন, তুষারপাত,টর্নেডো, সুনামি, মহামারী, দাবানল, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও বন্যা প্রভৃতির মধ্যে বাংলাদেশের প্রধান প্রাকৃতিক দুর্যোগ হল পাহাড়ি এলাকায় ভূমিধস, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও বন্যা।
সাম্প্রতিক বাংলাদেশ ২০২৪ সালের আগস্ট মাসে প্রাকৃতিক দুর্যোগ স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। তাই আজকে আর্টিকেলটি প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের করণীয় এ বিষয়ে সাজানো হয়েছে।
প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের করণীয়
প্রাকৃতিক দুর্যোগ হলো স্বাভাবিক প্রাকৃতিক নিয়মের ব্যতিক্রম। যা সংঘটিত হলে মানুষ আর্থিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রাকৃতিক দুর্যোগ অনেক ক্ষেত্রে মানুষের সৃষ্ট কর্মকাণ্ডের প্রভাবে প্রাকৃতিক ভারসাম্য হয়, যার ফলে প্রাকৃতিক দুর্যোগ সংঘটিত হয়ে থাকে।
বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, ভূমির বৈশিষ্ট্য, নদীর আধিক্য এবং মেঘালয় পর্বত থেকে নেমে আসা মৌসুমী বায়ুর প্রভাবই বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের জন্য দায়ী। বছরের বিভিন্ন সময়ে বাংলাদেশের প্রায় সব এলাকায় প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতা লক্ষ্য করা যায় ।সবচেয়ে বেশি দুর্যোগের শিকার হয় উপকূলীয় অঞ্চলের অধিবাসীরা।
বাংলাদেশের প্রধান প্রাকৃতিক দুর্যোগ হলো খরা, নদীভাঙন, ঘুর্ণিঝড়, জলোচ্ছ্বাস, লবণাক্ততা, পাহাড়ি ভূমিধ্বস ও বন্যা। উত্তর ও উত্তর-পূর্ব অঞ্চলের অধিবাসীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় খরা, নদীভাঙন এবং বন্যার প্রভাবে। প্রতি বছর কোন না কোন প্রাকৃতিক দুর্যোগের প্রভাবে দেশের মানুষের জান-মালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে থাকে।
তাই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের করণীয় হলো প্রথমত দুর্যোগ প্রবণ এলাকায় দুর্যোগের পূর্ব সতর্কীকরণ ও দুর্যোগ প্রবণ এলাকার ঝুঁকি কমানোর জন্য দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান কৌশল গ্রহণ করা। যদিও বাংলাদেশ সরকারের নীতি-পরিকল্পনায় দুর্যোগপূর্ব পূর্বাভাস ও দুর্যোগ ঝুঁকি কমানোর কৌশল অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে এটুকুই যথেষ্ট নয়।
বাংলাদেশ নদীমাতৃক একটি ব-দ্বীপ। সীমান্তবর্তী উজানের দেশ ভারতের সাথে ভাটির দেশ বাংলাদেশর ৫০টির বেশি অভিন্ন নদী রয়েছে। যার স্বাভাবিক গতিপথে একাধিক ভারতের তৈরিকৃত বাঁধ যা নদীর স্বাভাবিক নাব্যতাকে হুমকির মুখে ফেলে। যার ফলে বাংলাদেশের উপর প্রাকৃতিক দুর্যোগের প্রবনতা বেশি দেখা যায়। তারমধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য তিস্তা নদীর বুকে ফারাক্কা ব্যারেজ। যা শুকনো মৌসুমে মরুভূমি এবং বর্ষা মৌসুমে বন্যার সৃষ্টি করে।
সাম্প্রতিক সময়ে গোমতী নদীর বুকে ডুম্বুর বাঁধ দিয়ে ভারত থেকে আশা পানি বাংলাদেশে ভয়াবহ বন্যার সৃষ্টি করে। তাই প্রাকৃতিক দুর্যোগ বন্যা মোকাবেলায় বাংলাদেশের অন্যতম করণীয় হলো যতদ্রুত সময়ে সম্ভব তিস্তা- পদ্মা / গঙ্গাসহ যৌথ নদীগুলোর পানি বণ্টনের বিষয়কে অগ্রাধিকার ভিত্তিতে ব্যবস্থা নেয়া।
বাংলাদেশ-ভারত সীমান্তে শুধু ফারাক্কা বাঁধই নয়, তিস্তাসহ প্রায় সবক’টি নদীর অবকাঠামোগত উন্নয়ন মনিটরিং করা দরকার। এক্ষেত্রে ওয়াটার ডিপ্লোম্যাসি আরো জোরদার করা বাঞ্ছনীয়।
বাংলাদেশ যেহেতু প্রাকৃতিকভাবে দুর্যোগপ্রবণ দেশ, তাই বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় দীর্ঘমেয়াদি পদক্ষেপ ও যথাযথ প্রস্তুতির বিকল্প নেই।
বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের নদীগুলোতে টেকসই বাঁধ নির্মাণ করা আত্যবশ্যক। কেননা নিম্নমানের বাঁধ নির্মাণের ফলে জোয়ারের পানি ও ঝড়-বৃষ্টিতেই বাঁধ নাজুক হয়ে পড়ে এবং উপকূলীয় অঞ্চলগুলো বন্যার পানিতে প্লাবিত হয়।
এছাড়াও বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ বন্যা মোকাবেলায় স্বল্প ও দীর্ঘমেয়াদি কার্যকরী পদক্ষেপ গ্রহণ ও সঠিক বাস্তবায়ন করা প্রয়োজন। যেমন নদীর নাব্যতা বাড়ানো। নদীর গতিপথ স্বাভাবিক রাখতে উন্নত প্রযুক্তিতে ড্রেজিং করে নদীর গতিপথে জমে থাকা পলি অপসারণ করে নদীর নাব্যতা ফিরিয়ে আনা ও পানি ধারণক্ষমতা বৃদ্ধি করা।
বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ বন্যা মোকাবেলায় মানুষের সৃষ্টি জলাবদ্ধতা নিরসনে সরকারের ধারাবাহিক পদক্ষেপ গ্রহণ করতে হবে।যেমন- নদী ভরাট,খাল-বিল ও হাওড়সহ অন্যান্য জলাভূমি দখলমুক্ত করে পানিপ্রবাহের স্বাভাবিক গতিপথ তৈরি করতে হবে।
প্রাকৃতিক দুর্যোগ বন্যা মোকাবেলায় বাংলাদেশের পলিসি-প্রাকটিস গ্যাপটা কমানো জরুরি। পানিসম্পদ ব্যবস্থাপনা সংক্রান্ত বিদ্যমান নীতিমালার প্রয়োগ ও প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালী করতে হবে।
কেননা, জাতীয় পানি নীতি ১৯৯৯ তে বর্ণিত অংশীদার ভিত্তিক পানি ব্যবস্থাপনাসহ বেশিভাগ সুপারিশ বাস্তবায়িত হয়নি। ফ্লাড একশন প্লান বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থায়ন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ের উপর কম গুরুত্ব প্রদান করা হয়েছে। তাই প্রথাগত ব্যবস্থার বাইরে যেয়ে, প্রাকৃতিক দুর্যোগ বন্যা মোকাবেলায় বাংলাদেশের ব্যবস্থাপনায় প্রযুক্তির সঙ্গে অর্থনীতি ও সমাজবিজ্ঞানেরও প্রয়োগ করা প্রয়োজন।
আইপিসিসি'র পঞ্চম আসেসমেন্টের প্রতিবেদন অনুসারে জলবায়ুজনিত দুর্যোগের কারণে বাংলাদেশের সামনে অপেক্ষা করছে অনেক বড় চ্যালেঞ্জ।তাই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের টেকসই দুর্যোগ মোকাবেলা অনেকটাই নির্ভর করছে আমরা কতটা জোর দিচ্ছি প্রকৃতি-ভিত্তিক সমাধানের উপর।
এই দুর্যোগ মোকাবেলায় সফল না হলে নিরাপদ, জলবায়ু পরিবর্তনে অভিঘাত-সহিষ্ণু সমৃদ্ধ বদ্বীপ গড়ে তোলা অসম্ভব হয়ে পড়বে।
0 Comments