আস-সুন্নাহ ফাউন্ডেশন একটি কুরআন ও সুন্নাহ ভিত্তিক সামাজিক সেবামূলক দাতা সংস্থা। এ প্রতিষ্ঠানটি দাওয়া, শিক্ষা ও সেবা খাত নিয়ে কাজ করে। আস-সুন্নাহ ফাউন্ডেশন কোরবানি করে দুস্থদের মধ্যে গোস্ত বিতরণ, করোনাকালীন উবার ও সিএনজি চালকদের সহায়তা দেওয়া, বন্যায় ত্রাণ বিতরণ, শীতবস্ত্র বিতরণ, খাদ্যসামগ্রী বিতরণ, নলকূপ স্থাপন, বৃক্ষরোপণসহ একাধিক সামাজিক কাজ করে চলেছে। দুস্থ নাগরিকদের স্বাবলম্বী হতে দোকান, রিক্সা এবং গবাদিপশু দিয়ে সাহায্য করছে।বেকারত্ব দূর করতে ওয়েব ডেভেলপমেন্ট কোর্স, নারীদের জন্য ফ্যাশন টেলিং কোর্স প্রভৃতি সেবা দিয়ে যাচ্ছে। এছাড়াও ঢাকায় ১০ হাজার নিম গাছ রোপণসহ সারা দেশে ৩ লাখ বৃক্ষরোপণ করেছে।
বর্তমানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের চিকিৎসা ও পুনর্বাসন এবং নোয়াখালী, কুমিল্লা ও ফেনী জেলার বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ সহ তাদের বিভিন্ন সেবা দিয়ে যাচ্ছেন। আজকে আর্টিকেলে আস সুন্নাহ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা কে এবং ঠিকানা ও মোবাইল নাম্বার সহ আদ্যোপান্ত বিষয়ে সাজানো হয়েছে।
আস সুন্নাহ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা কে এবং ঠিকানা ও মোবাইল নাম্বার
আস সুন্নাহ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা বাংলাদেশের স্বনামধন্য ইসলামী আলোচক, লেখক ও খতিব শায়খ আহমাদুল্লাহ। ২০১৭ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের ইসলামী দাতা সংস্থা আস সুন্নাহ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক এবং অলাভজনক শিক্ষা, দাওয়াহ ও পূর্ণত মানব কল্যাণে নিবেদিত সেবামূলক সরকার নিবন্ধিত প্রতিষ্ঠান। নিবন্ধন নম্বর : এস-১৩১১১/২০১৯। শায়খ আহমাদুল্লাহ আস সুন্নাহ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠা লগ্ন থেকেই চেয়ারম্যান হিসেবে দক্ষতার সাথে প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছেন।
আস সুন্নাহ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা শায়খ আহমাদুল্লাহ প্রতিষ্ঠানটি ২০১৭ সালে শুরু করলেও মূলত ২০১৮ সালে সৌদি আরবের পশ্চিম দাম্মাম ইসলামী দাওয়াহ কেন্দ্র থেকে অব্যাহতি নিয়ে দেশে এসে আস সুন্নাহ ফাউন্ডেশন এর কার্যক্রম পুরোদমে শুরু করেন।
আস সুন্নাহ ফাউন্ডেশন মানবতার শিক্ষক, মানুষের মুক্তি ও শান্তির দূত, মানবসেবার আদর্শ, মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পদাঙ্ক অনুসরণ করে আর্তমানবতার সেবা, সমাজ সংস্কার, মহোত্তম নীতি চেতনার সঞ্চার, পরিচ্ছন্ন মানসিকতা গঠনে নিরন্তর নানা কর্মসূচি পালন, সর্বোপরি একটি আদর্শ সমাজ কল্যাণ বিনির্মাণে যথাশক্তি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
আস সুন্নাহ ফাউন্ডেশন এর অন্যতম লক্ষ্য হলো কুরআন ও সুন্নাহ ভিত্তিক জীবন ও সমাজ গঠন করা এবং বিশুদ্ধ জ্ঞানের প্রচার এবং বিস্তার করা।
আস সুন্নাহ ফাউন্ডেশন এর নীতি ও আদর্শ
✒ আস সুন্নাহ ফাউন্ডেশন এর মূল আদর্শ হলো পবিত্র আল-কুরআন এবং রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অর্থাৎ কর্মনীতি।
✒ কুরআন ও সুন্নাহকে সালাফে সালিহীনের ব্যাখ্যার আলোকে গ্রহণ করা।
✒ আহলুল-সুন্নাহ ওয়াল-জামা'আহর আক্বিদাহ ও দৃষ্টিভঙ্গি লালন করা।
✒ শিরক মুক্ত ঈমান ও বিদ'আত মুক্ত আমলের প্রতি আহ্বান করা।
✒ উম্মাহর ঐক্য ও সংহতির জন্য কাজ করা।
✒ মতপার্থক্যপূর্ণ বিষয়ে যথাসম্ভব প্রান্তিকতা পরিহার করে মধ্যপন্থা অবলম্বন করা।
✒ রাজনৈতিক কর্ম ও অবস্থান গ্রহণ থেকে বিরত থাকা এবং দলমত নির্বিশেষে সকলের বৃহত্তর কল্যাণে কাজ করে যাওয়া।
[ তথ্য সূত্র : আস সুন্নাহ ফাউন্ডেশন ওয়েবসাইট]
আস সুন্নাহ ফাউন্ডেশন এর লক্ষ্য ও উদ্দেশ্য
আস সুন্নাহ ফাউন্ডেশন এর লক্ষ্য ও উদ্দেশ্য হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শের আলোকে আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন। যেমন—
✒ দেশজুড়ে, বিশেষত সমাজের তুলনামূলক উপেক্ষিত অংশে প্রাতিষ্ঠানিক ও উপ- প্রাতিষ্ঠানিকভাবে ইসলামী ও সাধারণ শিক্ষা-দীক্ষা ও কর্মমুখী বৈষয়িক প্রশিক্ষণের উদ্যোগ।
✒ আর্তমানবতার সেবা করা।
✒ সৎকাজে উৎসাহ দান ও অসৎ কাজ নিবারণে দাওয়াতি কার্যক্রম পরিচালনা।
[ তথ্য সূত্র : আস সুন্নাহ ফাউন্ডেশন ওয়েবসাইট]
আস সুন্নাহ ফাউন্ডেশন স্বাবলম্বীকরণ প্রকল্প
এছাড়াও আস সুন্নাহ ফাউন্ডেশন এর সবার জন্য কুরবানী মানব সেবামূলক নিয়মিত কার্যক্রম এর অংশ।আস সুন্নাহ ফাউন্ডেশন দ্বীনদার ধনী ব্যক্তিদের পক্ষ থেকে প্রতিষ্ঠানটি শুরু থেকেই গরিব জনগোষ্ঠীর মধ্যে কুরবানী কার্যক্রম পরিচালনা করে আসছে।
আস-সুন্নাহ ফাউন্ডেশন স্বাবলম্বীকরণ প্রকল্প প্রকল্পের মধ্য দিয়ে এ পর্যন্ত ৬৪ জেলায় ৩ হাজার ৭৭ জন নারী ও পুরুষকে প্রশিক্ষণ-পূর্বক রিক্সা, ভ্যান, গরু, ছাগল, মুদি মালামাল, মাছ ধরার জাল, নৌকা ইত্যাদি উপার্জন-উপকরণ প্রদান করেছে। এর মধ্যে ২০২৩ সালে ২ হাজার রিক্সা বিতরণ করেছে আস সুন্নাহ ফাউন্ডেশন।
আস সুন্নাহ ফাউন্ডেশন এর কার্যক্রম
আস সুন্নাহ ফাউন্ডেশন ২০২০ সালের পড়না প্রাদুর্ভাবের সময় উবার ও সিএনজি চালকদের সহায়তা দেওয়া সহ বিশেষ ভূমিকা রাখায় প্রতিষ্ঠানটি দাতব্য কার্যক্রম হিসেবে প্রশংসিত হয়। ২০২২ সালে সিলেট ও সুনামগঞ্জে প্রবাল বন্যা দেখা দিলে আস সুন্নাহ ফাউন্ডেশন বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ এবং পরবর্তীতে ২ হাজার পরিবারের পুনর্বাসন ব্যবস্থা ও দশ হাজার করে আর্থিক সহায়তা সম্পন্ন করেছে।
২০২৩ সালে আস সুন্নাহ ফাউন্ডেশন তুরস্ক সিরিয়া য় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের তুরস্কে শীত বস্ত্র প্রেরণ করে। এছাড়াও বাংলাদেশ শীতার্ত মানুষের মাঝে ও শীত বস্ত্র বিতরণ করেন। সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি মধ্য দিয়ে তিন লক্ষ গাছ লাগিয়েছে। নগদ অর্থ সহায়তা এবং কাজ করার প্রয়োজনীয় উপকরণ কিনে দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা, সারা বাংলাদেশে কোরবানির গোশত বিতরণ করেছে।
আস সুন্নাহ ফাউন্ডেশনের অধীনে আস সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট এবং মাদ্রাসাতুস-সুন্নাহ মাদ্রাসা কার্যক্রম চালু করা হয়েছে। এছাড়াও আলেমদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মসূচি রয়েছে। আস সুন্নাহ ফাউন্ডেশনের নিজস্ব পাবলিকেশন আর সুন্নাহ পাবলিকেশন থেকে শায়খ আহমাদুল্লাহ এর চারটি বই পাবলিশ হয়েছে।
২০১১ সালে আস সুন্নাহ ফাউন্ডেশন নবীন উদ্যোক্তাদের উৎসাহ প্রদানের জন্য 'আস সুন্নাহ ফাউন্ডেশনের সম্মাননা' অনুষ্ঠান আয়োজন করে এবং নবীন উদ্যোক্তাদের মধ্য দিয়ে ৫০ জন উদ্যোক্তা কে পুরস্কৃত করা হয়।
0 Comments