প্রাণ কোম্পানির বর্তমান মালিক

প্রাণ কোম্পানির প্রতিষ্ঠাতা আমজাদ খান চৌধুরীর হাত ধরে ১৯৮১ সালের রংপুরে প্রাণ আরএফএল (RFL) (রংপুর ফাউন্ড্রি লিমিটেডে- Rangpur Foundry Limited ) যাত্রা শুরু হয়। প্রাণ কোম্পানি বাংলাদেশের একটি বৃহৎ খাদ্য সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রাণ কোম্পানির বর্তমান মালিক / চেয়ারম্যান আহসান খান চৌধুরী। আমরা আজকে আর্টিকেলটি সাজিয়েছি প্রাণ কোম্পানির বর্তমান মালিক/ চেয়ারম্যান সম্পর্কে আলোচনা।



প্রাণ কোম্পানির বর্তমান মালিক



প্রাণ কোম্পানির বর্তমান মালিক

বাংলাদেশের একটি বৃহৎ খাদ্য সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল কোম্পানি রংপুরে ১৯৮১ সালে আমজাদ খান চৌধুরী প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটি রংপুরে থাকাকালীন এর নাম দেন রংপুর ফাউন্ড্রি লিমিটেডে (Rangpur Foundry Limited) অর্থাৎ আরএফএল (RFL)।২০১৫ সালে বাবার মৃত্যুর পর প্রাণ-আরএফএল গ্রুপের মালিক/চেয়ারম্যান ও সিইও হিসেবে আহসান খান চৌধুরী দায়িত্ব পালন করেন।



প্রাণ কোম্পানির ইতিহাস

প্রাণ কোম্পানির প্রতিষ্ঠাতা আমজাদ খান চৌধুরী মেজর জেনারেল পর থেকে অবসরের পর পেনশনের টাকা দিয়ে ১৯৮১ সালে ফাউন্ড্রি বা টিউবওয়েল তৈরি ও আবাসন ব্যবসা শুরু করেন। পরবর্তীতে তিনি আবাসন ব্যবসা বাদ দিয়ে ফাউন্ডড্রির ব্যবসায় মনোযোগ দেন। রংপুরে প্রতিষ্ঠিত তার ফাউন্ড্রি কোম্পানির নাম দেন রংপুর ফাউন্ড্রি লিমিটেড (Rangpur Foundry Limited ) যার সংক্ষিপ্ত রূপ আরএফএল (RFL)। তিনি কৃষিজাত পণ্য উৎপাদনের জন্য ১৯৮৫ সালে প্রতিষ্ঠা করেন এগ্রিকালচার মার্কেটিং কোম্পানি লিমিটেড, প্রাণ। 


প্রতিষ্ঠানটির শুরুতে নরসিংদীতে জমি ইজারা নিয়ে রজনীগন্ধা ফুল, কলা পেঁপে ও আনারস উৎপাদন করেন। আমজাদ খান মৌসুমের সময় এসব পণ্যের দাম না পাওয়ায় আনারস প্রক্রিয়াকরণের কারখানা চালু করেন। ১৯৯৭ সালে প্রাণ কোম্পানি ফ্রান্সে কৌটা আনারস রপ্তানির মাধ্যমে তার কোম্পানির পণ্য দেশের বাইরে রপ্তানি শুরু হয়। 


প্রাণ কোম্পানি স্বল্পপরিসরে যাত্রা শুরু করলেও ২৫ টিরও বেশি দেশে প্রাণ-আরএফএল গ্রুপের শিল্প প্রতিষ্ঠান রয়েছে। প্রাণ-আরএফএল গ্রুপের এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেড ও রংপুর ফাউন্ড্রি লিমিটেড (আরএফএল) নামক পাবলিক লিমিটেড দুটি কোম্পানি রয়েছে। 


প্রাণ কোম্পানির ২৫ টিরও বেশি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। দেশের ১৩ টি স্থানে ২৩ টি কারখানা রয়েছে এবং বর্তমানে প্রাণ আরএফএল গ্রুপের উৎপাদিত পণ্য ১৪৫টি বেশি দেশের রপ্তানি করা হচ্ছে। প্রাণ কোম্পানির অধিকাংশ পণ্য উৎপাদন প্রক্রিয়াকরণ করা হয় নরসিংদীর পলাশ উপজেলায় অবস্থিত ইন্ডাস্ট্রিয়াল পার্কে। 


প্রাণ কোম্পানির দেশের ১০ টি অত্যাধুনিক কারখানায় ৫০০টিরও বেশি খাদ্য সামগ্রী ও পণ্য উৎপাদিত হচ্ছে। প্রাণ-আরএফএল গ্রুপের খাদ্য ও প্লাস্টিক -এ দুটি খাতে সর্বাধিক বহুমুখী পণ্য উৎপাদিত হয়। 



প্রান আর এফ এল গ্রুপের বর্তমান চেয়ারম্যান কে?

বাংলাদেশের একটি বৃহৎ খাদ্য সামগ্রী উৎপাদনকারী দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান প্রাণ কোম্পানির বর্তমান মালিক / প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিযুক্ত হয়েছেন আহসান খান চৌধুরী। তিনি ২০১৬ সালে বাবার মৃত্যুর পর এ দায়িত্ব পালন করে আসছেন। 



প্রাণ কোম্পানি কত সালে?

বাংলাদেশের একটি বৃহৎ খাদ্য সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল কোম্পানি রংপুরে ১৯৮১ সালে আমজাদ খান চৌধুরী প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটি রংপুরে থাকাকালীন এর নাম দেন রংপুর ফাউন্ড্রি লিমিটেডে (Rangpur Foundry Limited) অর্থাৎ আরএফএল (RFL)।



RFL এর পূর্ণরূপ কি?

RFL এর পূর্ণরূপ হল- Rangpur Foundry Limited (রংপুর ফাউন্ড্রি লিমিটেডে)। এটি ১৯৮১ সালে আমজাদ খান চৌধুরী রংপুরে প্রতিষ্ঠা করেন। প্রাণ কোম্পানির বর্তমান মালিক তারই সুযোগ্য সন্তান আহসান খান চৌধুরী। 



PRAN (প্রাণ) এর পূর্ণরূপ কি?

PRAN (প্রাণ) এর পূর্ণরূপ হল—  Programme for Rural Advancement Nationally.

Post a Comment

0 Comments