বাংলাদেশের প্রথম বি সি এস ক্যাডার কে?

বিসিএস (BCS) এর পূর্ণরূপ হল- বি সি এস বাংলাদেশ সিভিল সার্ভিস ( Bangladesh Civil Service ) এবং এর পরীক্ষার নাম বিসিএস পরীক্ষা।বিসিএস পরীক্ষা হল বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষা।১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে মুক্তিযুদ্ধদের নিয়ে প্রথম বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবং ১৯৭৩ সালে বাংলাদেশের প্রথম বিসিএস ক্যাডার নিয়োগ দেওয়া হয়। বাংলাদেশের প্রথম বিসিএস ক্যাডার কে? সে বিষয়ে আজকে আর্টিকেলটি সাজানো হয়েছে। 



বাংলাদেশের প্রথম বি সি এস ক্যাডার কে?



বাংলাদেশের প্রথম বি সি এস ক্যাডার কে?

বাংলাদেশের প্রথম বিসিএস ক্যাডার হলেন মুক্তিযোদ্ধা খন্দকার আবুল কালাম। তিনি বিসিএস এর প্রথম ব্যাচ ১৯৭৩ সালের বাংলাদেশের প্রথম বিসিএস ক্যাডার হিসেবে প্রশাসন ক্যাডারে যোগদান করেন। তার গ্রামের বাড়ি পাবনা সুজানগর।বাংলাদেশের প্রথম বিসিএস ক্যাডার মুক্তিযোদ্ধা খন্দকার আবুল কালাম ২০২০ সালের আগস্ট মাসে ইন্তেকাল করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৩ বছর। 


বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭১ সালে তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি অধ্যাদেশের মাধ্যমে বিসিএস অর্থাৎ বাংলাদেশ সিভিল সার্ভিস নামে পরিচিত হয়। তবে ১৯৭১ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস বা বিসিএস নামে পরিচিত ছিল না। 


স্বাধীন বাংলাদেশের সিভিল সার্ভিসের নাম রাখা হয়েছিল 'সুপেরিয়র পোস্টস' আর পরীক্ষার নাম ছিল ' সুপেরিয়র পোস্টস এক্সামিনেশন' অর্থাৎ ঊর্ধ্বতন পদের নিয়োগ পরীক্ষা।১৯৮০ সালে সিভিল সার্ভিস এর নামকরণ করা হয় বাংলাদেশ সিভিল সার্ভিস বা বিসিএস। আর তখন থেকেই পরীক্ষার নাম হয় বিসিএস পরীক্ষা।


বাংলাদেশের প্রথম বিসিএস পরীক্ষা অর্থাৎ প্রথম ' সুপেরিয়র পোস্টস এক্সামিনেশন' অনুষ্ঠিত হয় ১৯৭২ সালে। এ পরীক্ষাটি আয়োজন করা হয় শুধু মুক্তিযোদ্ধাদের জন্য। এ ব্যাস১০০ নম্বরে মৌখিক পরীক্ষার মাধ্যমে ১৩১৪ জন প্রার্থীকে চূড়ান্তভাবে বাছাই করা হয়। এ ব্যাচ ১৯৭৩ ব্যাচ বা মুক্তিযোদ্ধা ব্যাচ হিসেবে পরিচিতি লাভ করে। মুক্তিযোদ্ধা খন্দকার আবুল কালাম ছিলেন ১৯৭৩ ব্যাচ বা মুক্তিযোদ্ধা ব্যাচ বাংলাদেশের প্রথম বিসিএস ক্যাডর। 



বিসিএস এর পূর্ব নাম কি ছিল?

বিসিএস এর পূর্ব নাম ছিল-  'সুপেরিয়র পোস্টস'। ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশের সিভিল সার্ভিসের নাম রাখা হয়েছিল 'সুপেরিয়র পোস্টস' আর পরীক্ষার নাম ছিল ' সুপেরিয়র পোস্টস এক্সামিনেশন' অর্থাৎ ঊর্ধ্বতন পদের নিয়োগ পরীক্ষা।১৯৮০ সালে সিভিল সার্ভিস এর নামকরণ করা হয় বাংলাদেশ সিভিল সার্ভিস বা বিসিএস। আর তখন থেকেই পরীক্ষার নাম হয় বিসিএস পরীক্ষা।



বি সি এস এর অর্থ কি?

বি সি এস এর অর্থ বা পূর্ণ রূপ হল- বাংলাদেশ সিভিল সার্ভিস ( BCS - Bangladesh Civil Service ) এবং বিসিএস পরীক্ষা হল বাংলাদেশের সর্বোচ্চ প্রতিযোগিতামূলক পরীক্ষা। সিভিল সার্ভিস এর মূল কাজ হলো সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন করা।প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্য দিয়েই যোগ্যতা প্রমাণ করে প্রার্থীদের সিভিল সার্ভিসের প্রবেশ করতে হয়। 



বিসিএস এর পুরো নাম কি?

বিসিএস এর পুরো নাম হল- বাংলাদেশ সিভিল সার্ভিস ( BCS - Bangladesh Civil Service ) এবং এর পরীক্ষার নাম হল- বিসিএস পরীক্ষা ( BCS Exam)।



Who is the first BCS cadre of Bangladesh?

The first BCS cadre of Bangladesh was freedom fighter Khandkar Abul Kalam. He joined the administration cadre as the first BCS cadre of Bangladesh in the first batch of BCS in 1973. His village home is Pabna Sujanagar. Bangladesh's first BCS cadre freedom fighter Khandaker Abul Kalam passed away in August 2020. He was 73 years old at the time of his death.

Post a Comment (0)