কালাচ সাপে কামড়ানোর লক্ষণ কি ?

বাংলাদেশের যত রকমের বিষধর সাপ রয়েছে তার মধ্যে কালাস সাপ  বিষধর সাপের মধ্যে অন্যতম একটি সাপ। এই সাপটিকে পাতিক কাল কেউটে বা দেশি কালার্স বলা হয়ে থাকে এবং এর বৈজ্ঞানিক নাম হচ্ছে -Bungarus caeruleus.  কালাচ সাপে কামড়ানোর লক্ষণ কি এবং কালাচ সাপে কামড়ালে কিভাবে চিকিৎসা নিতে হয়। কালাস সাপ এর আরেক নাম কালোচিতি বা ডোমনা কাল কেউটে বলা হয়ে থাকে। 


এই সাপটি বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভারত, মিয়ানমার, মালয়েশিয়া, চীন ,কম্বোডিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম এবং নেপালের বিভিন্ন অঞ্চলের পাওয়া যায় এবং কমন একটি পরিচিত , এবং ভয়ঙ্কর রকমের বিষধর প্রজাতির  সাপ। 


কালাচ সাপে কামড়ানোর লক্ষণ কি ?



কালাচ সাপে কামড়ানোর লক্ষণ কি ?

কাল কেউটে বাংলাদেশের খুবই পরিচিত একটি সাপ বাংলাদেশের মধ্যে যে কয়টি ভয়ংকর রকমের সাপ রয়েছে তার মধ্যে কাল কেউটে বা কালাজ সাপ  অন্যতম। কালকে উঠে বাংলাদেশের খুবই পরিচিত একটি সাপ বাংলাদেশের মধ্যে যে কয়টি ভয়ংকর রকমের সাপ রয়েছে তার মধ্যে কাল কেউটে বা কালাজ সাপ  অন্যতম। 


সাপের দংশন হলেই অনেক সময় তা সাথে সাথে বোঝা যায় না এবং সাপের দংশনে মৃত্যুর প্রধান কারণ দর্শনের পর ব্যবস্থা নিতে দেরি হয় এবং অনেকেই ওঝার শরণাপন্ন হয়। 


কালাচ সাপে কামড়ালে মাংসপেশি শক্ত হয়ে যায় এবং কথা বলতে কষ্ট হয় শ্বাস নিতে কষ্ট হয় বমি বমি ভাব আসে যদি সঠিকভাবে চিকিৎসা না নেওয়া হয় তাহলে রোগীর চার থেকে পাঁচ ঘন্টার ভিতরে মারা যেতে পারে। 


কালাচ সাপে কামড়ালে সাথে সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা জেলা সদর হাসপাতালে গিয়ে এন্টি ভেনম দিতে হবে। বর্তমানে সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং জেলা সদর হাসপাতালে যে কোন সাপে কামড়ানোর বা কুকুরে কামড়ানোর এন্টিভ পাওয়া যাচ্ছে এবং কার্যকরী প্রতিষেধক পাওয়া যাচ্ছে।


 কালাচ সাপ কামড়ালে কি হয়

কালাচ সাপ কামড়ালে কামড়ানো ব্যক্তির অবস্থা খুবই গুরুতর হয়। 

১। তার রক্ত জমাট বেঁধে  যায়। 

২। মাঝেমধ্যে কথা বলা বন্ধ হয়ে যায় 

৩। শরীর সব অবশ হয়ে যায় 

 ৪। বমি আসে 

এবং চার থেকে পাঁচ ঘন্টার ভেতরে যদি চিকিৎসা না নেওয়া হয় তাহলে ,রোগী মারা পর্যন্ত যেতে পারে। তাই আমাদেরকে অবশ্যই এই সাথে কামড়ালে সাথে সাথে উপজেলা সদর হাসপাতাল এবং সেখানে যদি আন্টি ভেনম না পাওয়া যায় , তাৎক্ষণিকভাবে  রোগীকে জেলা সদর হাসপাতালে নিয়ে গিয়ে সঠিক চিকিৎসা দিতে হবে। এবং সর্বক্ষণই ভাবে চিকিৎসকের পরামর্শ মেনে , তত্ত্বাবধানে থাকতে হবে। 


মনে রাখতে হবে সময় মতো এবং সঠিক চিকিৎসা নেওয়া হলে যেকোনো বিষধর সাপের কামড়ে ৯০ শতাংশ মানুষের মৃত্যুর হার কমে যায়।

কালাচ সাপে কামড়ানোর ছবি


কালাচ সাপে , কামরালে একটু আলাদা ধরনের বিষাক্ত সাপের মত ক্ষত তৈরি হয়। যেটা আপনি আমাদের নিচের ছবিগুলো দেখলে খুব দ্রুত পারবেন নিচে আপনাদের সুবিধার জন্য কালাচ  সাপে কামড়ানোর ছবি প্রদান করা হলো। 





কালাচ সাপের পরিচিতি এবং স্বভাব কেমন









  

কালাচ সাপটি নিশাচার স্বভাবের একটি সাপ। তাই এই মধ্যরাতে খাদ্যের সন্ধানে বের হয়ে থাকে এবং খারাপ ভাবে উপরে উঠতে পারে এবং দেয়ালে খুব সহজেই পেয়ে চলতে পারে খাট এবং চৌকির পায়া বিছানে খাটের উপরে উঠে মানুষের পাশে অবস্থান করতে পারে এবং শরীরের ঘামের গন্ধ শুঁকে বিছানায় উঠে মানুষের ক্ষতি করতে পারে তাই একে ঘাম চাটা বলা হয়ে থাকে। 

Post a Comment

0 Comments